সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

উল্লাপাড়ায় মাঘে আম গাছে মুকুল

উল্লাপাড়ায় মাঘে আম গাছে মুকুল

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এবারে মাঘে অনেক আম গাছেই মুকুল এসেছে। খোঁজ নিয়ে জানা গেছে মাঘে মুকুল আসা বেশীরভাগ আম গাছ উন্নত জাতের কলম গাছ। গত কবছরে উপজেলার বিভিন্ন এলাকায় বসতবাড়ী ও বাগানে কলম কাটিং আম গাছ অনেকেই লাগিয়েছেন। এসব গাছে মাঘে মুকুল আসছে। গ্রামের বসতি বয়সীদের কথায় সাধারণত ফাল্গুন মাসের প্রথমভাগে আম গাছে মুকুল আসে। উপজেলার শহরিয়ারপুর এলাকার তফিজ মিয়ার গত দেড় বছর লাগানো দুটি কলম কাটিং আম গাছে মুকুল এসেছে। তিনি মুকুল আসার পর এক দফা ভিটামিন জাতীয় ঔষধ স্প্রে করেছেন বলে জানান।

সাম্প্রতিক বাংলা -ডট

ট্যাগ :
জনপ্রিয়

যশোরের শার্শায় খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া-মাহফিল

উল্লাপাড়ায় মাঘে আম গাছে মুকুল

প্রকাশের সময় : ০৮:৫৮:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০২৩

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এবারে মাঘে অনেক আম গাছেই মুকুল এসেছে। খোঁজ নিয়ে জানা গেছে মাঘে মুকুল আসা বেশীরভাগ আম গাছ উন্নত জাতের কলম গাছ। গত কবছরে উপজেলার বিভিন্ন এলাকায় বসতবাড়ী ও বাগানে কলম কাটিং আম গাছ অনেকেই লাগিয়েছেন। এসব গাছে মাঘে মুকুল আসছে। গ্রামের বসতি বয়সীদের কথায় সাধারণত ফাল্গুন মাসের প্রথমভাগে আম গাছে মুকুল আসে। উপজেলার শহরিয়ারপুর এলাকার তফিজ মিয়ার গত দেড় বছর লাগানো দুটি কলম কাটিং আম গাছে মুকুল এসেছে। তিনি মুকুল আসার পর এক দফা ভিটামিন জাতীয় ঔষধ স্প্রে করেছেন বলে জানান।

সাম্প্রতিক বাংলা -ডট