
রাজবাড়ীতে বিজয় আনন্দ মেলায় চলছে র্যাফেল ড্র’ মেলার অনুমোদন দেওয়া হলেও মেলা প্রাঙ্গনের বাইরে র্যাফেল ড্র’র টিকিট বিক্রির কোন অনুমতি নেই বলে জানাগেছে। কিন্তু প্রতিদিনই বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন এলাকায় র্যাফেল ড্র’র টিকিট বিক্রি করা হচ্ছে।
বৃহস্পতিবার (১৯জানুয়ারি) বিকালে বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মোঃ হাসিবুল হাসান বালিয়াকান্দি শহরের মধ্যে র্যাফেল ড্র’র টিকিট বিক্রি করা কালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রম্যমান আদালত পরিচালনাকালে সরকারি আদেশ অমান্য করে লটারি বিক্রি করার দায়ে ৬জনকে কে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় ৩০০০ হাজার টাকা জরিমানা ও অনুমান১৭০০ টিকেট ও সরঞ্জামাদি জব্দ করা হয়।
সাম্প্রতিক /বাংলা /ডট
প্রতিনিধি, রাজবাড়ী 









