সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ৯টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

  • স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:৫২:২২ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • ৬৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার

বেনাপোলের পুটখালী সীমান্তে ভারতে পাচারের সময় এক কেজি ৪৯ গ্রাম ওজনের ৯টি স্বর্ণের বারসহ মনিরুজ্জামান (৩৭) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (৮ আক্টোবর) দুপুরে পুটখালীর উত্তরপাড়া থেকে তাকে আটক করা হয়।

আটক মনিরুজ্জামান বেনাপোল পোর্ট থানার ওই গ্রামের কাদের আলী সর্দারের ছেলে।

বিজিবি জানায়, গোপন খবর সংবাদের ভিত্তিতে খুলনা ২১ বিজিবির অধীনে পুটখালী ক্যাম্পের বিজিবির একটি দল পুটখালী উত্তরপাড়া পাকা রাস্তার পাশে গোপনে অবস্থান নেন। এ সময় এক যুবক সীমান্তের দিকে এলে বিজিবির সন্দেহ হলে তার গতিরোধ করে। পরে তার দেহতল্লাশি করে ৯টি স্বর্ণের বার পাওয়া যায়।

জব্দ করা স্বর্ণের বাজারমূল্য এক কোটি ৮০ লাখ ৫২ হাজার টাকা বলে জানায় বিজিবি।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল খুরশিদ আনোয়ার (পিএসসি) বলেন, স্বর্ণের বারসহ আটক পাচারকারীর বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। জব্দ স্বর্ণের বারগুলো যশোর ট্রেজারিতে জমা দেওয়া হবে।

ট্যাগ :
জনপ্রিয়

যশোরের শার্শায় খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া-মাহফিল

বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ৯টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

প্রকাশের সময় : ০৯:৫২:২২ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫

স্টাফ রিপোর্টার

বেনাপোলের পুটখালী সীমান্তে ভারতে পাচারের সময় এক কেজি ৪৯ গ্রাম ওজনের ৯টি স্বর্ণের বারসহ মনিরুজ্জামান (৩৭) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (৮ আক্টোবর) দুপুরে পুটখালীর উত্তরপাড়া থেকে তাকে আটক করা হয়।

আটক মনিরুজ্জামান বেনাপোল পোর্ট থানার ওই গ্রামের কাদের আলী সর্দারের ছেলে।

বিজিবি জানায়, গোপন খবর সংবাদের ভিত্তিতে খুলনা ২১ বিজিবির অধীনে পুটখালী ক্যাম্পের বিজিবির একটি দল পুটখালী উত্তরপাড়া পাকা রাস্তার পাশে গোপনে অবস্থান নেন। এ সময় এক যুবক সীমান্তের দিকে এলে বিজিবির সন্দেহ হলে তার গতিরোধ করে। পরে তার দেহতল্লাশি করে ৯টি স্বর্ণের বার পাওয়া যায়।

জব্দ করা স্বর্ণের বাজারমূল্য এক কোটি ৮০ লাখ ৫২ হাজার টাকা বলে জানায় বিজিবি।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল খুরশিদ আনোয়ার (পিএসসি) বলেন, স্বর্ণের বারসহ আটক পাচারকারীর বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। জব্দ স্বর্ণের বারগুলো যশোর ট্রেজারিতে জমা দেওয়া হবে।