সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বেনাপোলে কুলি-শ্রমিকদের মানববন্ধন

  • যশোর প্রতিনিধি 
  • প্রকাশের সময় : ০৯:৪৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • ৪২ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি 

বেনাপোল প্যাসেঞ্জার টার্মিনালে যাত্রীদের লাগেজ বহনকারী কুলি শ্রমিকদের বাদ দিয়ে নতুন ঠিকাদারি প্রতিষ্ঠান গ্রীন লজিস্টিককে দায়িত্ব প্রদানের প্রতিবাদে তৃতীয় দিনের মতো মানববন্ধন কর্মসূচি পালন করেছে বেনাপোল পোর্ট চেকপোস্ট কুলি শ্রমিক ইউনিয়ন রোববার বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল সংলগ্ন সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে সংগঠনের সভাপতির কালুর নেতৃত্বে প্রায় ৩০০শ্রমিক অংশ নেন। পরে কুলি শ্রমিক ইউনিয়নের নেতারা বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (প্রশাসন)এর সঙ্গে বৈঠক করেন। কর্তৃপক্ষ জানায়,বিষয়টি ঊর্ধ্বতন মহলে আলোচনা করে সিদ্ধান্ত জানানো হবে।

কুলি শ্রমিক ইউনিয়নের দাবি,২০০৮ সালে প্রদত্ত কুলি শ্রমিকদের পরিচয়পত্র পুনরায় প্রদান করতে হবে এবং ২০২২ সালে স্মার্ট আইডি কার্ড দেওয়ার জন্য নেওয়া আবেদন দ্রুত বাস্তবায়ন করতে হবে। এছাড়া তারা রেজিস্ট্রেশন নং ২০৮৪ এর আওতায় কাজ চালিয়ে যাওয়ার দাবি জানান।

এদিকে স্থলবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়,এতদিন কুলি শ্রমিকরা সরকারি কোনো ফি ছাড়াই লাগেজ বহন করে আসছিল। তবে সম্প্রতি নতুন প্রতিষ্ঠান গ্রীন লজিস্টিক-কে যাত্রী সেবা কার্যক্রমের অনুমোদন দেওয়া হয়েছে, যারা আদায়কৃত সার্ভিস চার্জের ২০ শতাংশ বন্দর কর্তৃপক্ষকে প্রদান করবে। গত ১৭সেপ্টেম্বর প্রতিষ্ঠানটির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সম্পাদিত হয়।

গ্রীন লজিস্টিকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ নাইমুর রহমান, যিনি ময়মনসিংহ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে জেলা বিএনপির সদস্য। প্রতিষ্ঠানটি ঢাকা,সিলেট ও সৈয়দপুর বিমানবন্দরে ইতিমধ্যেই কার্যক্রম পরিচালনা করছে। যাত্রীদের জন্য লাগেজ র‌্যাপিং, বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীদের সহায়তা,মিট অ্যান্ড এসিস্ট, জরুরি সহায়তা,স্বাগত সহায়তা ও ডিজিটাল সেবা প্রদানের পরিকল্পনা রয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

যশোরের শার্শায় খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া-মাহফিল

বেনাপোলে কুলি-শ্রমিকদের মানববন্ধন

প্রকাশের সময় : ০৯:৪৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

যশোর প্রতিনিধি 

বেনাপোল প্যাসেঞ্জার টার্মিনালে যাত্রীদের লাগেজ বহনকারী কুলি শ্রমিকদের বাদ দিয়ে নতুন ঠিকাদারি প্রতিষ্ঠান গ্রীন লজিস্টিককে দায়িত্ব প্রদানের প্রতিবাদে তৃতীয় দিনের মতো মানববন্ধন কর্মসূচি পালন করেছে বেনাপোল পোর্ট চেকপোস্ট কুলি শ্রমিক ইউনিয়ন রোববার বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল সংলগ্ন সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে সংগঠনের সভাপতির কালুর নেতৃত্বে প্রায় ৩০০শ্রমিক অংশ নেন। পরে কুলি শ্রমিক ইউনিয়নের নেতারা বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (প্রশাসন)এর সঙ্গে বৈঠক করেন। কর্তৃপক্ষ জানায়,বিষয়টি ঊর্ধ্বতন মহলে আলোচনা করে সিদ্ধান্ত জানানো হবে।

কুলি শ্রমিক ইউনিয়নের দাবি,২০০৮ সালে প্রদত্ত কুলি শ্রমিকদের পরিচয়পত্র পুনরায় প্রদান করতে হবে এবং ২০২২ সালে স্মার্ট আইডি কার্ড দেওয়ার জন্য নেওয়া আবেদন দ্রুত বাস্তবায়ন করতে হবে। এছাড়া তারা রেজিস্ট্রেশন নং ২০৮৪ এর আওতায় কাজ চালিয়ে যাওয়ার দাবি জানান।

এদিকে স্থলবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়,এতদিন কুলি শ্রমিকরা সরকারি কোনো ফি ছাড়াই লাগেজ বহন করে আসছিল। তবে সম্প্রতি নতুন প্রতিষ্ঠান গ্রীন লজিস্টিক-কে যাত্রী সেবা কার্যক্রমের অনুমোদন দেওয়া হয়েছে, যারা আদায়কৃত সার্ভিস চার্জের ২০ শতাংশ বন্দর কর্তৃপক্ষকে প্রদান করবে। গত ১৭সেপ্টেম্বর প্রতিষ্ঠানটির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সম্পাদিত হয়।

গ্রীন লজিস্টিকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ নাইমুর রহমান, যিনি ময়মনসিংহ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে জেলা বিএনপির সদস্য। প্রতিষ্ঠানটি ঢাকা,সিলেট ও সৈয়দপুর বিমানবন্দরে ইতিমধ্যেই কার্যক্রম পরিচালনা করছে। যাত্রীদের জন্য লাগেজ র‌্যাপিং, বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীদের সহায়তা,মিট অ্যান্ড এসিস্ট, জরুরি সহায়তা,স্বাগত সহায়তা ও ডিজিটাল সেবা প্রদানের পরিকল্পনা রয়েছে।