সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে অস্ত্র গুলিসহ ২৭ মামলার আসামি গ্রেপ্তার 

  • যশোর প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৯:০৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

ছবি-সংগৃহীত

যশোরে বহুল আলোচিত সন্ত্রাসী ইসলাক হোসেনকে ( ৩২) গ্রেফতার করেছে পুলিশ।  এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫ টার দিকে যশোর সদর উপজেলার তালবাড়িয়া ফুলতলা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ইসলাক হোসেন যশোর সদর উপজেলা শালীয়াট গ্রামের আলতাফ হোসেনের ছেলে।

কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন বহুল আলোচিত ইসলাক অস্ত্র গুলি নিয়ে ফুলতলা বাজারে অবস্থান করছে। এরপর এসআই অসীমের নেতৃত্বে অভিযান চালিয়ে ইসলাককে গ্রেফতার করা হয়। এসময় তার হাতে থাকা একটি ব্যাগের মধ্যে থেকে একটি ওয়ান শুটার গান ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

ওসি আরো জানান, সন্ত্রাসী ইসলাকের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, ছিনতাইসহ ২৭টি মামলা রয়েছে। আজ অস্ত্র ও বিস্ফোরক আইনে আরো একটি মামলা দায়ের করা হবে এবং ওই মামলায় তাকে  বুধবার আদালতে সোপর্দ করা হবে।

ট্যাগ :
জনপ্রিয়

যশোরের শার্শায় খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া-মাহফিল

যশোরে অস্ত্র গুলিসহ ২৭ মামলার আসামি গ্রেপ্তার 

প্রকাশের সময় : ০৯:০৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

যশোরে বহুল আলোচিত সন্ত্রাসী ইসলাক হোসেনকে ( ৩২) গ্রেফতার করেছে পুলিশ।  এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫ টার দিকে যশোর সদর উপজেলার তালবাড়িয়া ফুলতলা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ইসলাক হোসেন যশোর সদর উপজেলা শালীয়াট গ্রামের আলতাফ হোসেনের ছেলে।

কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন বহুল আলোচিত ইসলাক অস্ত্র গুলি নিয়ে ফুলতলা বাজারে অবস্থান করছে। এরপর এসআই অসীমের নেতৃত্বে অভিযান চালিয়ে ইসলাককে গ্রেফতার করা হয়। এসময় তার হাতে থাকা একটি ব্যাগের মধ্যে থেকে একটি ওয়ান শুটার গান ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

ওসি আরো জানান, সন্ত্রাসী ইসলাকের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, ছিনতাইসহ ২৭টি মামলা রয়েছে। আজ অস্ত্র ও বিস্ফোরক আইনে আরো একটি মামলা দায়ের করা হবে এবং ওই মামলায় তাকে  বুধবার আদালতে সোপর্দ করা হবে।