যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ সুমি খাতুন (৩৮) নামে এক নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার (১০ সেপ্টেম্বর) এ অভিযান চালানো হয়। এসময় গাঁজা ও মাদক বিক্রির ৬৬ হাজার ৪৮০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার নারী ওই এলাকার রফিকুল ইসলামের স্ত্রী। রফিকুল পলাতক রয়েছে।
ঘটনার পর পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে ওই নারীর বিরুদ্ধে মাদক আইনে যশোর কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
যশোর প্রতিনিধি 









