
ফরিদপুরের বোয়ালমারীতে পাগলা ঘোড়ার কামড়ে অন্তত ১০ জন আহত হয়েছেন। রোববার (৭ সেপ্টেম্বর) সকালে পৌর সদরের কলেজ রোড ও চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে ঘোড়াটি যাকে দেখছে তাকেই তেড়ে গিয়ে কামড়াচ্ছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। এর আগে, গত দুই দিনেও পৌরসভার বিভিন্ন স্থানে ঘোড়াটির কামড়ে ও লাথিতে আরও ৮ জন আহত হন।
আহতদের মধ্যে রয়েছেন গুণবহা গ্রামের গণমাধ্যমকর্মী কাজী হাসান ফিরোজ (৬০), আতাউর রহমান (৫৫), মো. সিদ্দিক (৪৫), শহিদুল (২৫), মনিরা বেগম (৩৬) ও আলেয়া বেগম (৩৪)। তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
আহত সাংবাদিক কাজী হাসান ফিরোজ বলেন, সকালে মোটরসাইকেলে করে রেলস্টেশনে যাচ্ছিলাম। চৌরাস্তায় পৌঁছালে হঠাৎ ঘোড়াটি এসে কোমরে কামড় দেয়। পড়ে গেলে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
স্থানীয় ব্যবসায়ী রুবেল মিয়া জানান, দোকান খোলার সময় তাকেও ঘোড়াটি আক্রমণ করতে চেয়েছিল। তবে লাঠি নিয়ে ধাওয়া করলে দূরে সরে যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোর্শেদ আলম বলেন, সকালে ঘোড়ার কামড়ে আহত কয়েকজন চিকিৎসা নিয়েছেন। তাদের ব্যথানাশক ও ইনজেকশন দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, ঘোড়াটি জলাতঙ্কে আক্রান্ত হতে পারে।
ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত ঘোড়াটিকে নিয়ন্ত্রণে নেওয়ার দাবি জানিয়েছেন।
ফরিদপুর প্রতিনিধি 









