সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে ৩৬ স্বর্ণের বারসহ ৩ চোরাকারবারি আটক

  • স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:১৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

যশোরের অভিযান চলিয়ে প্রায় ৮ কোটি টাকার মূল্যের ৩৬ টি স্বর্ণের বারসহ তিন চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্প্রতিবার (২৮ আগস্ট) দুপুরের দিকে সদর উপজেলার কোদালিয়া বাজার ও তারাগঞ্জ বাজার এলাকা থেকে তাকে স্বর্ণের বারসহ আটক করা হয়।

আটক তিনজন হলেন- মানিকগঞ্জের সিংগাইর উপজেলার আংগারিয়া গ্রামের আকরাম হোসেনের ছেলে আশরাফুল ইসলাম সাজিদ (২৩), যশোরের লোন অফিস পাড়া বারান্দিপাড়া নূর মোহাম্মদের ছেলে জাহিদ হোসেন (২৬) ও ঝিকরগাছা উপজেলার ফতেপুর গ্রামের আনন্দ চন্দ্র দাসের ছেলে সুজন কুমার বাপ্পি (৩৪)।

বিজিবি জানায়, গোপন সংবাদে তারা জানতে পারেন- ঢাকার মানিকগঞ্জ ও যাত্রাবাড়ী এলাকার চোরাকারবারিরা স্বর্ণের বড় একটি চালান ভারতে পাচারের উদ্দেশ্যে যশোর ও চুকনগরে রওনা দিয়েছে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল ওই এলাকায় আগেই থেকেই গোপনে অবস্থান নেয়। এসময় চোরাকারবারিরা কোদালিয়া বাজার ও তারাগঞ্জ বাজার এলাকা পৌঁছালে বিজিবির সদস্যরা তাদের আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে ম্যানিব্যাগে ও কোমরে বিশেষ ভাবে লুকায়িত অবস্থায় ৩৬ টি স্বর্ণের বার পাওয়া যায়। তাদের কাছ থেকে ৫টি মোবাইল ফোন জব্দ করা হয়।

জব্দ করা স্বর্ণের ওজন ৫ কেজি ৩৩৪ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ৮ কোটি টাকা বলে জানায় বিজিবি।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোতোয়ালী মডেল থানায় সোর্পদ করা হয়েছে। জব্দ করা স্বর্ণের বারগুলো সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। চোরাকারবারিদের বিরুদ্ধে তাদের এধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ :
জনপ্রিয়

যশোরের শার্শায় খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া-মাহফিল

যশোরে ৩৬ স্বর্ণের বারসহ ৩ চোরাকারবারি আটক

প্রকাশের সময় : ০৫:১৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫

যশোরের অভিযান চলিয়ে প্রায় ৮ কোটি টাকার মূল্যের ৩৬ টি স্বর্ণের বারসহ তিন চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্প্রতিবার (২৮ আগস্ট) দুপুরের দিকে সদর উপজেলার কোদালিয়া বাজার ও তারাগঞ্জ বাজার এলাকা থেকে তাকে স্বর্ণের বারসহ আটক করা হয়।

আটক তিনজন হলেন- মানিকগঞ্জের সিংগাইর উপজেলার আংগারিয়া গ্রামের আকরাম হোসেনের ছেলে আশরাফুল ইসলাম সাজিদ (২৩), যশোরের লোন অফিস পাড়া বারান্দিপাড়া নূর মোহাম্মদের ছেলে জাহিদ হোসেন (২৬) ও ঝিকরগাছা উপজেলার ফতেপুর গ্রামের আনন্দ চন্দ্র দাসের ছেলে সুজন কুমার বাপ্পি (৩৪)।

বিজিবি জানায়, গোপন সংবাদে তারা জানতে পারেন- ঢাকার মানিকগঞ্জ ও যাত্রাবাড়ী এলাকার চোরাকারবারিরা স্বর্ণের বড় একটি চালান ভারতে পাচারের উদ্দেশ্যে যশোর ও চুকনগরে রওনা দিয়েছে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল ওই এলাকায় আগেই থেকেই গোপনে অবস্থান নেয়। এসময় চোরাকারবারিরা কোদালিয়া বাজার ও তারাগঞ্জ বাজার এলাকা পৌঁছালে বিজিবির সদস্যরা তাদের আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে ম্যানিব্যাগে ও কোমরে বিশেষ ভাবে লুকায়িত অবস্থায় ৩৬ টি স্বর্ণের বার পাওয়া যায়। তাদের কাছ থেকে ৫টি মোবাইল ফোন জব্দ করা হয়।

জব্দ করা স্বর্ণের ওজন ৫ কেজি ৩৩৪ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ৮ কোটি টাকা বলে জানায় বিজিবি।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোতোয়ালী মডেল থানায় সোর্পদ করা হয়েছে। জব্দ করা স্বর্ণের বারগুলো সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। চোরাকারবারিদের বিরুদ্ধে তাদের এধরনের অভিযান অব্যাহত থাকবে।