
শ্রীনগরের সন্ত্রাসী হামলায় প্রবাসীর স্ত্রী ও তার দুই কন্যা আহত হয়েছে। এ সময় হামলাকারীরা তাদের কাছ থেকে প্রায় ১০ ভরি ওজনের স্বর্ণালংকার ছিনিয়ে নেয় বলে অভিযোগ উঠেছে।
গত মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলা রাড়িখাল ইউনিয়নের বলাশুর নতুন গ্রামে এ ঘটনা ঘটে। ৯৯৯ এ ফোন পেয়ে শ্রীনগর থানার পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। এলাকাবাসী জানায় পূর্ব শত্রুতার জের ধরে সৌদি আরব প্রবাসী বাবুল বেপারীর বাড়িতে প্রতিবেশী কাবুল বেপারী ও তার সহযোগীরা এ হামলা চালায়। এ সময় হামলা কারীরা বাবুল বেপারীর স্ত্রী নাজমা বেগম (৪০) কে পিটিয়ে গুরুতর আহত করে ও স্বর্ণ অলংকার ছিনিয়ে নেয়।
প্রবাসীর স্ত্রী নাজমা বেগম বলেন হামলাকারী কাবুল ও তার সহযোগীরা আমাকে বেদম মারপিট করে প্রায় ১০ ভরি ওজনের স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। এ সময় আমার দুই মেয়ে মারিয়া আক্তার (১৫) ও আয়শা (১১) হামলাকারীদের আঘাতে আহত হয়। এ ঘটনা পর থেকে স্থানীয় চেয়ারম্যান আব্দুল বারেক খান বারি বিচার করে দেওয়ার কথা বলে আমাদেরকে চাপ দিচ্ছে। এবং থানায় যাতে হামলাকারীদের বিরুদ্ধে মামলা না হয় সেজন্য তদবির করে যাচ্ছেন। শ্রীনগর থানায় অভিযোগ দাখিল করেছি।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান আব্দুল বারেক খানের কাছে জানতে চাইলে তিনি বলেন উভয় পক্ষ যেহেতু আত্মীয় তাই থানায় বলে বিচারের ভার নিয়েছি।
শ্রীনগর থানা অফিসার ইনচার্জ আমনুল ইসলাম বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
সাম্প্রতিক /বাংলা /ডট
শহিদ শেখ, শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি 









