
রাজবাড়ী সদর উপজেলার বানিবহ ইউনিয়নের বার্থা গ্রামে বিউটি বেগম (২৮) নামের এক গৃহবধুকে কুপিয়ে ও গলা কেঁটে হত্যা করার অভিযোগ উঠেছে স্বামী মোঃ আব্দুল লতিফের বিরুদ্ধে।
বুধবার (১৮ জানুয়ারী) দিবাগত রাত আড়াইটার দিকে বানিবহ ইউনিউনের ৪ নং ওয়ার্ডের বার্থা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত গৃহবধু বিউটির মিম (১) ও মাসা (৪) নামে দুইটি সন্তান রয়েছে।
নিহত বিউটির বাবা বিল্লাল মোল্লা বলেন, আমার বাড়ীর পাশেই বিউটি তার স্বামী আব্দুল লতিফ ও সন্তানদের নিয়ে বসবাস করে। গতরাতে আমার নাতনী মিমের চিৎকার শুনে ওদের বাড়ীতে গিয়ে দেখি ঘরের মেঝেতে আমার মেয়ে বিউটির রক্তাক্ত দেহ পড়ে রয়েছে। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই।
৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও নিহত বিউটির আপন চাচা আব্দুস সালাম বলেন, দীর্ঘ ১২ বছর আগে পারিবারিকভাবে বিউটি ও লতিফের বিয়ে হয়। গত কয়েক বছর ধরে ওদের স্বামী – স্ত্রীর মাঝে প্রতিদিন ঝগড়া বিবাদ লেগে থাকতো। অনেকবার বুঝালেও কোনো সমাধান হয় নাই। এঘটনার সুষ্ঠ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।
এঘটনায়, রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাদাত হোসেন জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। লতিফকে গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।
সাম্প্রতিক /বাংলা /ডট
প্রতিনিধি, রাজবাড়ী 









