
যশোর সদর উপজেলার ছুটিপুর সড়কের জামতলায় ইজিবাইকের ধাক্কায় আজিজুল ইসলাম জুলু (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার (৬ আগস্ট) দুপুরে বাইসাইকেলে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা ইজিবাইক তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত জুলু সদর উপজেলার আরবপুর ইউনিয়নের রঘুরামপুর গ্রামের বাসিন্দা।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন, ঘটনাস্থলে পুলিশ গেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
যশোর প্রতিনিধি 









