সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশি যুবককে ভারতে নির্যাতন, ভিডিও পাঠিয়ে মুক্তিপণ দাবি

ছবি-সংগৃহীত

ভারতের পাঞ্জাবে রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে অপহৃত হয়েছেন ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার রুহিয়া মানিক খাড়ি গ্রামের বাসিন্দা মিঠুন (২২)। অপহরণকারীরা নির্যাতনের ভিডিও পাঠিয়ে তার পরিবারের কাছে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। মুক্তিপণ না দিলে মিঠুনকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন হরিপুর থানার ওসি জাকারিয়া মণ্ডল।

মিঠুনের বাবা আব্দুর রউফ জানান, কয়েক বছর ধরে পাঞ্জাবের একটি ইটভাটায় রাজমিস্ত্রির কাজ করছিলেন মিঠুন। গত কয়েকদিন ধরে তার সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। মঙ্গলবার সকালে একটি ভারতীয় নম্বর থেকে ফোন পেয়ে জানতে পারেন, মিঠুন অপহৃত হয়েছেন। ফোনে অপহরণকারীরা মুক্তিপণ দাবি করে এবং একটি ভিডিও পাঠায়, যেখানে দেখা যায় দড়ি দিয়ে বাঁধা অবস্থায় মিঠুনকে নির্যাতন করা হচ্ছে।

পরিবারের সদস্যরা বলেন, ভিডিওতে মিঠুনকে আতঙ্কগ্রস্ত অবস্থায় দেখা যায়। ধারণা করা হচ্ছে, অপহরণের সঙ্গে জড়িতরা হরিপুর উপজেলারই বাসিন্দা এবং তারা ভারতে কাশ্মীর এলাকায় কাজ করতেন। তবে তাদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। মিঠুনের পরিবার স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দ্রুত উদ্ধারের আবেদন জানিয়েছে।

হরিপুর থানার ওসি জাকারিয়া মণ্ডল বলেন, বিষয়টি প্রাথমিকভাবে জেনেছি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ :
জনপ্রিয়

যশোরের শার্শায় খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া-মাহফিল

বাংলাদেশি যুবককে ভারতে নির্যাতন, ভিডিও পাঠিয়ে মুক্তিপণ দাবি

প্রকাশের সময় : ০৯:৫১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫

ভারতের পাঞ্জাবে রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে অপহৃত হয়েছেন ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার রুহিয়া মানিক খাড়ি গ্রামের বাসিন্দা মিঠুন (২২)। অপহরণকারীরা নির্যাতনের ভিডিও পাঠিয়ে তার পরিবারের কাছে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। মুক্তিপণ না দিলে মিঠুনকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন হরিপুর থানার ওসি জাকারিয়া মণ্ডল।

মিঠুনের বাবা আব্দুর রউফ জানান, কয়েক বছর ধরে পাঞ্জাবের একটি ইটভাটায় রাজমিস্ত্রির কাজ করছিলেন মিঠুন। গত কয়েকদিন ধরে তার সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। মঙ্গলবার সকালে একটি ভারতীয় নম্বর থেকে ফোন পেয়ে জানতে পারেন, মিঠুন অপহৃত হয়েছেন। ফোনে অপহরণকারীরা মুক্তিপণ দাবি করে এবং একটি ভিডিও পাঠায়, যেখানে দেখা যায় দড়ি দিয়ে বাঁধা অবস্থায় মিঠুনকে নির্যাতন করা হচ্ছে।

পরিবারের সদস্যরা বলেন, ভিডিওতে মিঠুনকে আতঙ্কগ্রস্ত অবস্থায় দেখা যায়। ধারণা করা হচ্ছে, অপহরণের সঙ্গে জড়িতরা হরিপুর উপজেলারই বাসিন্দা এবং তারা ভারতে কাশ্মীর এলাকায় কাজ করতেন। তবে তাদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। মিঠুনের পরিবার স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দ্রুত উদ্ধারের আবেদন জানিয়েছে।

হরিপুর থানার ওসি জাকারিয়া মণ্ডল বলেন, বিষয়টি প্রাথমিকভাবে জেনেছি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।