
সাংবাদিক সম্মেলনে সহযোগিতা করায় এক সাংবাদিককে ও তার পরিবারকে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি ট্রাস্ট ব্যাংকের কর্মচারী মো. তারেক আহমেদ চৌধুরী। এ ঘটনায় কেশবপুর থানায় অভিযোগ করা হয়েছে।
অভিযোগসূত্রে জানা যায়, খুলনার মিয়াবাগ জমিদার বাড়ির বাসিন্দা ৭৩ বছর বয়সী মিয়া বাবর হোসেনকে তার ভায়রার জামাই তারেক আহমেদ জোরপূর্বক ঘর থেকে বের করে দেন এবং ঘরে তালা লাগিয়ে দখল করে নেন। এর প্রতিবাদে মিয়া বাবর খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন, যাতে নিকটাত্মীয় সাংবাদিক হাবিবুর রহমান সহযোগিতা করেন।
এরপর ৮ জুলাই সকাল ১০টা ১ মিনিটে ০১৭০৯-৬৪৭৮৯৩ নম্বর থেকে ফোন দিয়ে সাংবাদিক হাবিবুর রহমান ও তার পরিবারকে হত্যার হুমকি দেন ।হুমকির কলটি রেকর্ড রয়েছে এবং তা সাংবাদিকের কাছে সংরক্ষিত আছে।
সাংবাদিক হাবিব জানান,“আমি শুধু সংবাদ সম্মেলনে সহযোগিতা করেছি। তারেক একজন মাদকাসক্ত ও সন্ত্রাসী প্রকৃতির মানুষ। তিনি সম্পত্তির লোভে নিঃসন্তান মিয়া বাবর হোসেনের সম্পত্তি জোরপূর্বক দখল করতে চান।”
স্থানীয় সূত্রে আরও জানা যায়, চলচ্চিত্র নায়িকা পপির পরিবারের সম্পত্তির একটি অংশ নিয়েও তারেকের সঙ্গে বিরোধ রয়েছে এবং এ নিয়ে আদালতে মামলা চলছে।
এ বিষয়ে যশোরের কেশবপুর থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন,“অভিযোগটি আমলে নেওয়া হয়েছে, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
যশোর প্রতিনিধি 









