সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

যবিপ্রবিতে ডেটা ভিত্তিক মার্কেটিং নিয়ে জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

  • যশোর প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১০:২৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

ডেটা ভিত্তিক মার্কেটিং বিষয়ে প্রথমবারের মতো জাতীয় সম্মেলনের আয়োজন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) মার্কেটিং বিভাগ। সোমবার (২১ জুলাই) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের গ্যালারিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

“ন্যাশনাল কনফারেন্স অন ডেটা ড্রাইভেন মার্কেটিং: ইনসাইটস ফ্রম একাডেমিশিয়ানস অ্যান্ড প্র্যাকটিশনারস” শীর্ষক এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ। তিনি বলেন, “গবেষক ও পেশাজীবীদের অভিজ্ঞতা শিক্ষার্থীদের জন্য ফলপ্রসূ হবে। একাডেমিক ও শিল্প খাতের সমন্বয়ে যবিপ্রবি আরও এগিয়ে যাবে।”

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. নাজমুল হোসেন এবং নেসলে বাংলাদেশ লিমিটেডের ব্র্যান্ড এক্সিকিউটিভ মো. কামরুল ইসলাম। তাঁরা গবেষণা ও মাঠ পর্যায়ের অভিজ্ঞতা তুলে ধরেন।

কনফারেন্স শেষে বিকেল ৪টায় শুরু হয় বিজ্ঞাপন নির্মাণ প্রতিযোগিতা, যেখানে মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। সাড়ে ৪টায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

আয়োজনে সভাপতিত্ব করেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ও কনফারেন্স আহ্বায়ক ড. মো. কামাল হোসেন। আরও বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক এস. এম. শরিফুল হক। অনুষ্ঠান পরিচালনা করেন বিভাগের শিক্ষার্থী অহনা আরমিন মেধা, তাসমিম বুশরা সায়মা, অনিক রায় ও হোসাইন আল মাহমুদ সাজিদ।

ট্যাগ :
জনপ্রিয়

যশোরের শার্শায় খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া-মাহফিল

যবিপ্রবিতে ডেটা ভিত্তিক মার্কেটিং নিয়ে জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশের সময় : ১০:২৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫

ডেটা ভিত্তিক মার্কেটিং বিষয়ে প্রথমবারের মতো জাতীয় সম্মেলনের আয়োজন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) মার্কেটিং বিভাগ। সোমবার (২১ জুলাই) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের গ্যালারিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

“ন্যাশনাল কনফারেন্স অন ডেটা ড্রাইভেন মার্কেটিং: ইনসাইটস ফ্রম একাডেমিশিয়ানস অ্যান্ড প্র্যাকটিশনারস” শীর্ষক এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ। তিনি বলেন, “গবেষক ও পেশাজীবীদের অভিজ্ঞতা শিক্ষার্থীদের জন্য ফলপ্রসূ হবে। একাডেমিক ও শিল্প খাতের সমন্বয়ে যবিপ্রবি আরও এগিয়ে যাবে।”

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. নাজমুল হোসেন এবং নেসলে বাংলাদেশ লিমিটেডের ব্র্যান্ড এক্সিকিউটিভ মো. কামরুল ইসলাম। তাঁরা গবেষণা ও মাঠ পর্যায়ের অভিজ্ঞতা তুলে ধরেন।

কনফারেন্স শেষে বিকেল ৪টায় শুরু হয় বিজ্ঞাপন নির্মাণ প্রতিযোগিতা, যেখানে মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। সাড়ে ৪টায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

আয়োজনে সভাপতিত্ব করেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ও কনফারেন্স আহ্বায়ক ড. মো. কামাল হোসেন। আরও বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক এস. এম. শরিফুল হক। অনুষ্ঠান পরিচালনা করেন বিভাগের শিক্ষার্থী অহনা আরমিন মেধা, তাসমিম বুশরা সায়মা, অনিক রায় ও হোসাইন আল মাহমুদ সাজিদ।