সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বিমান বিধ্বস্তে মারা গেছেন স্কোয়াড্রন লিডার তৌকির

ছবি-সংগৃহীত

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে বিমান বাহিনীর এফ-৭ বিজিআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর নিহত হয়েছেন। সোমবার (২১ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান। মৃত্যুর বিষয়টি আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) নিশ্চিত করেছে।

এর আগে, দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মাঠে বিধ্বস্ত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ছুটির মুহূর্তে বিমানটি ভবনের ভেতরে ঢুকে পড়ে এবং সঙ্গে সঙ্গে তাতে আগুন ধরে যায়। এতে স্কুলে থাকা শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ দুর্ঘটনায় এখন পর্যন্ত পাইলটসহ ৪ জন নিহত হয়েছেন এবং অন্তত ৬০ জনকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে অনেকে আশঙ্কাজনক বলে জানা গেছে। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট এবং সেনাবাহিনী, ২ প্লাটুন বিজিবি ও নৌবাহিনীর সদস্যরা উদ্ধারকাজে অংশ নেয়।

আহতদের দ্রুত সিএমএইচে নেওয়ার জন্য বিমান বাহিনীর হেলিকপ্টার ব্যবহৃত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

যশোরের শার্শায় খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া-মাহফিল

বিমান বিধ্বস্তে মারা গেছেন স্কোয়াড্রন লিডার তৌকির

প্রকাশের সময় : ০৮:২৮:৫২ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে বিমান বাহিনীর এফ-৭ বিজিআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর নিহত হয়েছেন। সোমবার (২১ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান। মৃত্যুর বিষয়টি আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) নিশ্চিত করেছে।

এর আগে, দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মাঠে বিধ্বস্ত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ছুটির মুহূর্তে বিমানটি ভবনের ভেতরে ঢুকে পড়ে এবং সঙ্গে সঙ্গে তাতে আগুন ধরে যায়। এতে স্কুলে থাকা শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ দুর্ঘটনায় এখন পর্যন্ত পাইলটসহ ৪ জন নিহত হয়েছেন এবং অন্তত ৬০ জনকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে অনেকে আশঙ্কাজনক বলে জানা গেছে। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট এবং সেনাবাহিনী, ২ প্লাটুন বিজিবি ও নৌবাহিনীর সদস্যরা উদ্ধারকাজে অংশ নেয়।

আহতদের দ্রুত সিএমএইচে নেওয়ার জন্য বিমান বাহিনীর হেলিকপ্টার ব্যবহৃত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।