
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী সংলগ্ন এলাকায় ব্যবসায়ী নজরুল বেপারী (৩২) হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার ২৮ জুন দুপুরে রাজবাড়ী পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ শরীফ আল রাজীব।
গ্রেফতারকৃতরা হলেন গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সোহরাব মণ্ডল পাড়া গ্রামের মৃত আতর আলী মোল্লার ছেলে ইসমাইল মোল্লা ওরফে ঝড়ু (২০) এবং হোসেন মণ্ডল পাড়া গ্রামের সুলতানা মিয়ার ছেলে রনি মিয়া ওরফে আরমান হোসেন (২২)।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২২ জুন রাত ১২টার দিকে নজরুল দোকানের চাবি নিয়ে দৌলতদিয়া পূর্বপাড়া পতিতাপল্লীর উদ্দেশ্যে বের হন এবং রাতে আর বাড়ি ফেরেননি। পরদিন সকাল পৌনে ৭টার দিকে ইমান খার পাড়া এলাকার রেললাইনের পাশে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। ২৩ জুন নিহতের ভাই গোয়ালন্দঘাট থানায় হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত চালিয়ে ২৬ জুন গাজীপুরের শ্রীপুর এলাকা থেকে রনি ও সাভারের রেডিও কলোনি থেকে ইসমাইলকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যায় ব্যবহৃত একটি ধারালো দা ও একটি চাকু উদ্ধার করা হয়েছে।
নজরুলের সঙ্গে আসামীদের পূর্ব শত্রুতা ও জুয়ার টাকা ভাগাভাগি নিয়ে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে রনি, ইসমাইল ও তাদের সহযোগীরা মিলে নজরুলকে কুপিয়ে হত্যা করে।
গ্রেফতারকৃত রনির বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, অস্ত্র, মাদক, নারী নির্যাতনসহ ১৪টি এবং ইসমাইল ওরফে ঝরুর বিরুদ্ধে চুরি, ডাকাতির ২টি মামলা রয়েছে। তাদের মধ্যে একজনের রিমান্ড আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ। নজরুল হত্যাকান্ডের সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান, সদর থানার ওসি মাহমুদুর রহমান, গোয়ালন্দঘাট থানার ওসি রাকিবুল ইসলাম, ডিবির ওসি মফিজুল ইসলাম ও জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।
রাজবাড়ী প্রতিনিধি 









