সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বেনাপোলে জালনোটসহ ১৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ, আটক ১

বেনাপোলের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে জালনোটসহ বিপুল পরিমান ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড (বাংলাদেশ) বিজিবি। এসময় জালনোটসহ খালিদ হোসেন (১৭) নামের এক যুবককে আটক করা হয়।

শনিবার (২১ জুন) বিকেলে বেনাপোল বিওপি, আইসিপি ক্যাম্প, রঘুনাথপুর বিওপি ও আমড়াখালী চেকপোস্ট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্যের চালান জব্দ করে।

বিজিবি জানায়, জব্দ মালামালের মধ্যে রয়েছে- জালনোট, ভারতীয় গাঁজা, শাড়ী, কম্বল, ল্যাপটপ, মোবাইল, ওষুধ, বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী ও  কসমেটিক্স সামগ্রী। এগুলোর আনুমনিক মূল্য ১৮ লাখ ২২ হাজার ৫০০ টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং  অফিসার লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, দীর্ঘদিন ধরে চোরাচালান মালামালসহ পাচারকারীদের আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবির গোয়েন্দা ও টহল জোরদার করা হয়েছে। প্রতিনিয়ত এভাবে ভারতীয় পণ্য চোরাচালানের কারণে দেশি শিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।

ট্যাগ :
জনপ্রিয়

যশোরের শার্শায় খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া-মাহফিল

বেনাপোলে জালনোটসহ ১৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ, আটক ১

প্রকাশের সময় : ০৯:৫৪:২৫ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫

বেনাপোলের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে জালনোটসহ বিপুল পরিমান ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড (বাংলাদেশ) বিজিবি। এসময় জালনোটসহ খালিদ হোসেন (১৭) নামের এক যুবককে আটক করা হয়।

শনিবার (২১ জুন) বিকেলে বেনাপোল বিওপি, আইসিপি ক্যাম্প, রঘুনাথপুর বিওপি ও আমড়াখালী চেকপোস্ট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্যের চালান জব্দ করে।

বিজিবি জানায়, জব্দ মালামালের মধ্যে রয়েছে- জালনোট, ভারতীয় গাঁজা, শাড়ী, কম্বল, ল্যাপটপ, মোবাইল, ওষুধ, বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী ও  কসমেটিক্স সামগ্রী। এগুলোর আনুমনিক মূল্য ১৮ লাখ ২২ হাজার ৫০০ টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং  অফিসার লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, দীর্ঘদিন ধরে চোরাচালান মালামালসহ পাচারকারীদের আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবির গোয়েন্দা ও টহল জোরদার করা হয়েছে। প্রতিনিয়ত এভাবে ভারতীয় পণ্য চোরাচালানের কারণে দেশি শিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।