সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
যশোরের মণিরামপুরে

নগদের ৫৫ লাখ টাকা ছিনতাই

  • যশোর প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৫:৩৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

ছবি-সংগৃহীত

যশোরের মণিরামপুরে চলন্ত প্রাইভেটকার থামিয়ে নগদের ৫৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ বলছে, এই ছিনতাইয়ের ঘটনা নিয়ে বিতর্ক রয়েছে, প্রকৃত ঘটনা উদঘাটনের চেষ্টা চলছে।

মঙ্গলবার (১৭ জুন) সকালে ১১ টার দিকে যশোর সদর উপজেলার কুয়াদা জামতলা এলাকায় এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মোবাইল ব্যাংকিং সার্ভিস ‘নগদ’-এর মণিরামপুর অফিসে টাকা পৌঁছে দিতে যশোর শহরের এক এজেন্ট অফিস থেকে এই টাকা নিয়ে যাচ্ছিলেন নগদের ম্যানেজার রবিউল ইসলাম।

রবিউল ইসলামের দাবি, তাদের প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১৫-৫৯২৩) কুয়াদা জামতলা এলাকায় পৌঁছালে হঠাৎ তিনটি মোটরসাইকেল ও একটি ফোর-হুইলারে আসা ছিনতাইকারীরা গাড়ির গতিরোধ করে। তারা গাড়িচালক ও ম্যানেজারকে নামিয়ে মারধর করে এবং অস্ত্রের মুখে টাকা ছিনিয়ে নেয়। এরপর ভুক্তভোগীরা মণিরামপুর থানায় গিয়ে পুলিশের সহায়তা চান।

খবর পেয়ে পুলিশ, পিবিআই, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে।

এ বিষয়ে মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান জানান, খবর পেয়ে দ্রুত তারা ঘটনাস্থলে যান। নগদের কর্মীদের কথা অসংলগ্ন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কিছু বলা সম্ভব না।

ট্যাগ :
জনপ্রিয়

যশোরের শার্শায় খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া-মাহফিল

যশোরের মণিরামপুরে

নগদের ৫৫ লাখ টাকা ছিনতাই

প্রকাশের সময় : ০৫:৩৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫

যশোরের মণিরামপুরে চলন্ত প্রাইভেটকার থামিয়ে নগদের ৫৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ বলছে, এই ছিনতাইয়ের ঘটনা নিয়ে বিতর্ক রয়েছে, প্রকৃত ঘটনা উদঘাটনের চেষ্টা চলছে।

মঙ্গলবার (১৭ জুন) সকালে ১১ টার দিকে যশোর সদর উপজেলার কুয়াদা জামতলা এলাকায় এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মোবাইল ব্যাংকিং সার্ভিস ‘নগদ’-এর মণিরামপুর অফিসে টাকা পৌঁছে দিতে যশোর শহরের এক এজেন্ট অফিস থেকে এই টাকা নিয়ে যাচ্ছিলেন নগদের ম্যানেজার রবিউল ইসলাম।

রবিউল ইসলামের দাবি, তাদের প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১৫-৫৯২৩) কুয়াদা জামতলা এলাকায় পৌঁছালে হঠাৎ তিনটি মোটরসাইকেল ও একটি ফোর-হুইলারে আসা ছিনতাইকারীরা গাড়ির গতিরোধ করে। তারা গাড়িচালক ও ম্যানেজারকে নামিয়ে মারধর করে এবং অস্ত্রের মুখে টাকা ছিনিয়ে নেয়। এরপর ভুক্তভোগীরা মণিরামপুর থানায় গিয়ে পুলিশের সহায়তা চান।

খবর পেয়ে পুলিশ, পিবিআই, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে।

এ বিষয়ে মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান জানান, খবর পেয়ে দ্রুত তারা ঘটনাস্থলে যান। নগদের কর্মীদের কথা অসংলগ্ন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কিছু বলা সম্ভব না।