
যশোরের শার্শায় মহান মে ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন উপলক্ষে শুক্রবার (২ মে) বিকাল ৫ টায় নাভারণ বাজারের নিউমার্কেটের সামনে (সিএনজি) শ্রমিক ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের শ্রমিকদের যৌথ অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শ্রমিক ইউনিয়নের অস্থায়ী কার্যালয় থেকে নাভারণ সাতক্ষীরা মোড় প্রধান সড়ক প্রদক্ষিণ করে শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন-জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- মহান মে দিবস পৃথিবীর শ্রমিক শ্রেণির আন্তর্জাতিক সংহতি ও অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার প্রকাশের দিন। শ্রমিকদের অধিকার ও মর্যাদা রক্ষার আন্দোলনে প্রেরণার এই দিনটি সারা বিশ্বের শ্রমজীবী মানুষের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ একটি দিন।
তিনি আরও বলেন- শ্রমিকদের অধিকার ও মর্যাদা দিতে হবে। আসুন, আমরা প্রতিজ্ঞা করি- শ্রমের মর্যাদা প্রতিষ্ঠা, শ্রমিকের অধিকার আদায় এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করবো ।
এ সময় অন্যান্যদের মধ্যে শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি আহমদ আলী শাহীন, যুগ্ম-সাধারণ সম্পাদক ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি প্রভাষক মামুনুর রশিদ, প্রচার সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মন্টু ডিহি ইউনিয়নের বিএনপির সভাপতি অলিয়ার রহমান, সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, নিজামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম ,সাংগঠনিক সম্পাদক আনসার আলী, লক্ষণপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হাই,সাধারণ সম্পাদক শামসুর রহমান, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন লিটন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক ওয়াছি উদ্দিন, ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খানসহ বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার 









