
সিরাজগঞ্জের সলঙ্গায় গৃহকর্মীকে নিয়মিত ধর্ষণের অভিযোগে এক পিতা ও পুত্রকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে হাটিকুমরুল ইউনিয়নের চরিয়া কান্দিপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন-চরিয়া কান্দিপাড়া গ্রামের জোদু ফকিরের ছেলে জোমসের ফকির (৬৫) এবং তার ছেলে আনারুল ইসলাম ওরফে মুক্তা ফকির (৩৫)।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, ধর্ষণের শিকার তরুণী দীর্ঘ পাঁচ বছর ধরে ওই বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করছিলেন। অভিযোগ রয়েছে, ওই তরুণীকে নিয়মিতভাবে ধর্ষণ করতেন জোমসের ও মুক্তা ফকির। এর ফলে ভুক্তভোগী দুই মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।
ঘটনার পর ভুক্তভোগীর মা রোজিনা খাতুন থানায় পৃথক দুটি ধর্ষণের অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত পিতা-পুত্রকে আটক করে থানায় নিয়ে আসে। পরে তাদের আদালতে হাজির করা হলে বিচারক তাদের জেল হাজতে পাঠানোর আদেশ দেন।
স্থানীয়দের মতে, এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও হতবাক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তারা দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
সিরাজগঞ্জ প্রতিনিধি: 









