
যশোরের শার্শায় বজ্রপাতে আমির হোসেন (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলার বেড়ি নারায়নপুর গ্রামে ধানের গাদা দেওয়ার সময় এ ঘটনা ঘটে।
ঘটনাটি নিশ্চিত করেছেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার কাজী নাজিব হাসান।
মৃত- আমির হোসেন ওই গ্রামের স্কুল পাড়ার কোরবান আলীর ছেলে।
উপজেলা নির্বাহী অফিসার কাজী নাজিব হাসান জানান, দুপুরে কৃষক আমির হোসেন বাড়ির পাশে ধানের গাদা দিচ্ছিলেন। এ সময় বজ্রসহ বৃষ্টি শুরু হয়। পরে বজ্রপাতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মৃতের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া বজ্রপাতের সময় সকলকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেন তিনি।
স্টাফ রিপোর্টার 









