
কানাডায় হরসিমরত রনধাওয়া (২১) নামের এক ভারতীয় ছাত্রীকে গুলি করে হত্যা করা হয়েছে। কর্মস্থলে যাওয়ার পথে একটি বাস স্টপে তিনি অপেক্ষা করছিলেন, এমন সময় গাড়িতে থাকা এক ব্যক্তি গুলি চালায়। পরে হাসপাতালে নিলে ওই ছাত্রী প্রাণ হারান।
হরসিমরত রনধাওয়া.. অন্টারিওর হ্যামিল্টনের মোহাক কলেজের ছাত্রী ছিলেন। হ্যামিল্টন পুলিশ বুধবারের হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে।
টরন্টোতে ভারতের কনস্যুলেট জেনারেল এক্স শুক্রবার এক পোস্টে বলেছেন, অন্টারিওর হ্যামিল্টনে ভারতীয় ছাত্রী হরসিমরত রনধাওয়ার মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা তার পরিবারের সাথে ঘনিষ্ঠ যোগাযোগে রয়েছি এবং সমস্ত প্রয়োজনীয় সহায়তা করছি। এই কঠিন সময়ে আমাদের চিন্তা ও প্রার্থনা শোকাহত পরিবারের সাথে রয়েছে।
হ্যামিল্টন পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারা হ্যামিল্টনের আপার জেমস এবং সাউথ বেন্ড রোডের রাস্তার কাছে গুলি চালানোর খবর পায়। পুলিশ এসে বুকে গুলিবিদ্ধ রান্ধাওয়াকে দেখতে পায়। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে তিনি মারা যান।
এক ভিডিওতে তদন্তকারীরা দেখেছেন, একটি কালো গাড়ির যাত্রী একটি সাদা সেডান যাত্রীদের দিকে গুলি চালিয়েছিল। গুলি চালানোর কিছুক্ষণ পর গাড়িগুলো ঘটনাস্থল ছেড়ে যায়। অপর একটি গুলি কাছাকাছি একটি বাসভবনের পেছনের জানালা দিয়ে প্রবেশ করে, যেখানে বাসিন্দারা কয়েক ফুট দূরে টেলিভিশন দেখছিলেন। তবে বাড়িতে কেউ হতাহত হননি।
আন্তর্জাতিক ডেস্ক 









