সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বেনাপোলে ওয়াজ মাহফিলে যাওয়ার পথে যুবদল কর্মীকে কুপিয়ে জখম

আহত লাল্টু

বেনাপোলে ওয়াজ মাহফিল শুনতে যাওয়ার পথে লাল্টু (৩০) নামের এক যুবদল কর্মীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১১ এপ্রিল) রাত ১১ টার দিকে বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামের রাস্তার ব্রিজের ওপর এ ঘটনা ঘটে।

আহত লাল্টু শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের রামপুর গ্রামের জহুরুল আলী বিশ্বাসের ছেলে। তিনি উলাশী ইউনিয়ন যুবদলের একজন সক্রিয় কর্মী।

স্থানীয় সূত্র জানায়, বেনাপোল পোর্ট থানার রাজাপুর গ্রামে শুক্রবার রাতে ওয়াজ মাহফিলের আয়োজন করে এলাকাবাসী। লাল্টু ঘটনারদিন রাতে রামপুর নিজ গ্রাম থেকে ওয়াজ মাহফিল শুনতে রাজাপুর গ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে গয়ড়া গ্রামের রাস্তার শেষ মাথায় ব্রিজের ওপর পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে গতিরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়। পরে তার চিৎকার শুনে পথচারীরা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে গুরুতর আহত অবস্থায় লাল্টুকে উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, লাল্টু নামের যুবদলের এক কর্মীকে কুপিয়ে জখম করার খবর পেয়েছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেননি। তবে অভিযোগ পেলে দুর্বৃত্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ :
জনপ্রিয়

যশোরের শার্শায় খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া-মাহফিল

বেনাপোলে ওয়াজ মাহফিলে যাওয়ার পথে যুবদল কর্মীকে কুপিয়ে জখম

প্রকাশের সময় : ০৭:৫৪:১৯ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫

বেনাপোলে ওয়াজ মাহফিল শুনতে যাওয়ার পথে লাল্টু (৩০) নামের এক যুবদল কর্মীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১১ এপ্রিল) রাত ১১ টার দিকে বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামের রাস্তার ব্রিজের ওপর এ ঘটনা ঘটে।

আহত লাল্টু শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের রামপুর গ্রামের জহুরুল আলী বিশ্বাসের ছেলে। তিনি উলাশী ইউনিয়ন যুবদলের একজন সক্রিয় কর্মী।

স্থানীয় সূত্র জানায়, বেনাপোল পোর্ট থানার রাজাপুর গ্রামে শুক্রবার রাতে ওয়াজ মাহফিলের আয়োজন করে এলাকাবাসী। লাল্টু ঘটনারদিন রাতে রামপুর নিজ গ্রাম থেকে ওয়াজ মাহফিল শুনতে রাজাপুর গ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে গয়ড়া গ্রামের রাস্তার শেষ মাথায় ব্রিজের ওপর পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে গতিরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়। পরে তার চিৎকার শুনে পথচারীরা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে গুরুতর আহত অবস্থায় লাল্টুকে উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, লাল্টু নামের যুবদলের এক কর্মীকে কুপিয়ে জখম করার খবর পেয়েছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেননি। তবে অভিযোগ পেলে দুর্বৃত্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।