সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

শরণখোলায় এক মণ ওজনের অজগর উদ্ধার

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধিঃ

বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের সুন্দরবন সংলগ্ন বগিগ্রামের তরিকুল তালুকদারের বসতবাড়ি থেকে ৪০ কেজি ওজনের ১৫ ফুট দীর্ঘ একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

রবিবার (৩০ মার্চ) সকালে ভিলেজ টাইগার রেসপন্স টিম (ভিটিআরটি) ও বেসরকারি সংস্থা ওয়াইল্ড টিমের সদস্যরা যৌথভাবে এই বিশাল অজগরটি উদ্ধার করেন।

শরণখোলা বন্যপ্রাণ সংরক্ষণ টিমের সভাপতি নাজমুল ইসলাম বলেন, “সাপ প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই বন সংলগ্ন এলাকার মানুষকে বন্যপ্রাণীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানানো হচ্ছে।”

শরণখোলা রেঞ্জ কর্মকর্তা রানা দেব জানান, উদ্ধারকৃত অজগরটি বনরক্ষীদের সহায়তায় নিরাপদে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। পাশাপাশি, স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে এবং সাপ দেখলে পিটিয়ে না মারার অনুরোধ জানানো হয়েছে।

বন্যপ্রাণী সংরক্ষণ ও সুরক্ষার জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলো স্থানীয়দের সচেতন করতে কাজ করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ট্যাগ :
জনপ্রিয়

যশোরের শার্শায় খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া-মাহফিল

শরণখোলায় এক মণ ওজনের অজগর উদ্ধার

প্রকাশের সময় : ০৯:৫৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধিঃ

বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের সুন্দরবন সংলগ্ন বগিগ্রামের তরিকুল তালুকদারের বসতবাড়ি থেকে ৪০ কেজি ওজনের ১৫ ফুট দীর্ঘ একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

রবিবার (৩০ মার্চ) সকালে ভিলেজ টাইগার রেসপন্স টিম (ভিটিআরটি) ও বেসরকারি সংস্থা ওয়াইল্ড টিমের সদস্যরা যৌথভাবে এই বিশাল অজগরটি উদ্ধার করেন।

শরণখোলা বন্যপ্রাণ সংরক্ষণ টিমের সভাপতি নাজমুল ইসলাম বলেন, “সাপ প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই বন সংলগ্ন এলাকার মানুষকে বন্যপ্রাণীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানানো হচ্ছে।”

শরণখোলা রেঞ্জ কর্মকর্তা রানা দেব জানান, উদ্ধারকৃত অজগরটি বনরক্ষীদের সহায়তায় নিরাপদে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। পাশাপাশি, স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে এবং সাপ দেখলে পিটিয়ে না মারার অনুরোধ জানানো হয়েছে।

বন্যপ্রাণী সংরক্ষণ ও সুরক্ষার জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলো স্থানীয়দের সচেতন করতে কাজ করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।