
যশোর প্রতিনিধি
বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, নির্বাচন যত বিলম্বিত হবে, পরাজিত শক্তিরা ততো দ্রুত মাথা চাড়া দিয়ে ওঠার সুযোগ পাবে। সংস্কার কিংবা নানান অজুহাতে নির্বাচন বিলম্বিত হওয়ার কোন সুযোগ নেই। গণতান্ত্রিক ধারায় দেশ পরিচালনার লক্ষ্যে এখনই প্রয়োজন একটি অবাধ সুষ্ঠু, গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন। গণতান্ত্রিক রাষ্ট্র জনগণকে প্রকৃত মুক্তির স্বাদ এনে দিতে পারে।
রোববার সকালে যশোর জেলা বিএনপি আয়োজিত জরুরী এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত।
যশোর জেলা বিএনপির সবাপতি এ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবুর সবাপতিত্বে অনুষ্ঠিত
সভায় অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার বিদায় করে একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘ ১৭ বছর বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন করেছি। সেই আন্দোলন কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে যশোর জেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা অনেক নির্যাতন নিপীড়ন সহ্য করেও নিষ্ঠার সাথে অগ্রণী ভূমিকা পালন করেন। তার জন্য তাদেরকে ধন্যবাদ।
তিনি বলেন, ছাত্র-জনতার সম্মিলিত প্রয়াসে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর কিছু টা হলেও আমরা মুক্তির স্বাদ পেয়েছি। একমাত্র গণতান্ত্রিক রাষ্ট্র সেই মুক্তির স্বাদকে স্থায়ী করতে পারে। সেই গণতান্ত্রি রাষ্ট্র নির্মাণের জন্য তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, এই মুহুর্তে আমাদের ঐক্যের কোন বিকল্প নেই। ঐক্যবদ্ধ থেকে দীর্ঘ ১৭ বছর যে ভাবে লড়াইয়ে মধ্য দিয়ে পার করেছি, ঠিক তেমনি সকল ভেদাভেদ ভুলে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমাদের সংগ্রাম করতে হবে। যতক্ষণ না পর্যন্ত সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণকে গণতান্ত্রিক সরকার উপহার দিতে না পারি ততক্ষণ পর্যন্ত বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আমাদের লড়াই অব্যাহত থাকবে। অতীতের মত আগামীতেও দলীয় নেতাকর্মীদের হাতে হাতে রেখে এই লড়াইকে বেগবান করার আহ্বান জানান অধ্যাপক নার্গিস বেগম।
সভায় যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, বতর্মান সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, সদস্য প্রকৌশলী টি এস আইয়ূব, সাবিরা নাজমুল মুন্নি, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, শহিদুল বারী রবু প্রমুখ।
যশোর প্রতিনিধি 









