সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

চৌগাছায় ঘুমন্ত অবস্থায় বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে

  • যশোর প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৩:৫৮:৩২ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

নিহত শরিফুল ইসলাম

যশোর প্রতিনিধি

যশোরের চৌগাছায় পারিবারিক কলহের জেরে নেশাগ্রস্ত রিমন হোসেনের (২২) ধারালো দায়ের কোপে বাবা শরিফুল ইসলামের মৃত্যু হয়েছে।

শনিবার (৮ মার্চ) ভোরে উপজেলার পাতিবিলা গ্রামের উত্তর পাড়া এ ঘটনা ঘটে।

নিহত শরিফুল ইসলাম (৫০) ওই গ্রামের বাসিন্দা। পেশায় তিনি কৃষক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পাতিবিলা গ্রামের শরিফুল মাস চার আগে তার ছেলে রিমনকে একই উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে বিয়ে দেন। কিন্তু বিয়ের তিন মাস না যেতেই রিমনের সাথে ছাড়াছাড়ি হয়ে যায়। রিমন হলেন নিহত শরিফুলের প্রথম স্ত্রীর সন্তান। পরবর্তীতে রিমনের বাবা দ্বিতীয় বিয়ে করেন।

রিমনের প্রথম স্ত্রীর সাথে তালাক হওয়ার পর তার সৎমা দেখেশুনে নিজের বোনের মেয়ে সাথে তার বিয়ে দেন। কিন্তু বিয়ের পরপরই পারিবারিক দ্বন্দ শুরু হয়।

স্থানীয়রা জানায়, গতকাল (শুক্রবার) রিমনের দ্বিতীয় স্ত্রীর সাথে বাবা ও সৎ মায়ের ঝগড়া হয়। পরিবারের লোকজন রাতেই ঘুমিয়ে পড়ে। শনিবার ভোর সাড়ে ৪ টায় রিমন ধারালো দা নিয়ে তার বাবার ঘরে প্রবেশ করে। এ সময় সৎ মা রোজা রাখার জন্য সেহরি খাবার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। কোন কিছু বুঝে ওঠার আগেই রিমন ঘুমন্ত অবস্থায় তার বাবাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে রিমন পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ছেলে পালিয়ে গেছে। তাকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

ট্যাগ :
জনপ্রিয়

যশোরের শার্শায় খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া-মাহফিল

চৌগাছায় ঘুমন্ত অবস্থায় বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে

প্রকাশের সময় : ০৩:৫৮:৩২ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫

যশোর প্রতিনিধি

যশোরের চৌগাছায় পারিবারিক কলহের জেরে নেশাগ্রস্ত রিমন হোসেনের (২২) ধারালো দায়ের কোপে বাবা শরিফুল ইসলামের মৃত্যু হয়েছে।

শনিবার (৮ মার্চ) ভোরে উপজেলার পাতিবিলা গ্রামের উত্তর পাড়া এ ঘটনা ঘটে।

নিহত শরিফুল ইসলাম (৫০) ওই গ্রামের বাসিন্দা। পেশায় তিনি কৃষক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পাতিবিলা গ্রামের শরিফুল মাস চার আগে তার ছেলে রিমনকে একই উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে বিয়ে দেন। কিন্তু বিয়ের তিন মাস না যেতেই রিমনের সাথে ছাড়াছাড়ি হয়ে যায়। রিমন হলেন নিহত শরিফুলের প্রথম স্ত্রীর সন্তান। পরবর্তীতে রিমনের বাবা দ্বিতীয় বিয়ে করেন।

রিমনের প্রথম স্ত্রীর সাথে তালাক হওয়ার পর তার সৎমা দেখেশুনে নিজের বোনের মেয়ে সাথে তার বিয়ে দেন। কিন্তু বিয়ের পরপরই পারিবারিক দ্বন্দ শুরু হয়।

স্থানীয়রা জানায়, গতকাল (শুক্রবার) রিমনের দ্বিতীয় স্ত্রীর সাথে বাবা ও সৎ মায়ের ঝগড়া হয়। পরিবারের লোকজন রাতেই ঘুমিয়ে পড়ে। শনিবার ভোর সাড়ে ৪ টায় রিমন ধারালো দা নিয়ে তার বাবার ঘরে প্রবেশ করে। এ সময় সৎ মা রোজা রাখার জন্য সেহরি খাবার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। কোন কিছু বুঝে ওঠার আগেই রিমন ঘুমন্ত অবস্থায় তার বাবাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে রিমন পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ছেলে পালিয়ে গেছে। তাকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।