সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

  • স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৪:৫৪:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার

যশোরের শার্শায় বিএনপি নেতার ইয়াবা সেবনের দুটি ভিডিও ভাইরাল হয়েছে। এগুলো বুধবার (৫ মার্চ) সকালে ‘কায়বা ইউনিয়ন ছাত্রদল’ নামের একটি ফেসবুক পেইজ থেকে ছড়িয়ে পড়ে। যা নিয়ে মানুষের মধ্যে শুরু হয় সমালোচনা।

ওই নেতার নাম শহিদুল ইসলাম। তিনি শার্শা উপজেলার কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, একটি ঘরের মধ্যে লাল রঙের জ্যাকেট গায়ে ইয়াবা সেবন করছেন শহিদুল। আরেকজন তার মুখে ইয়াবা সেবনের পাইপে আগুন ধরিয়ে দিচ্ছেন। তবে ধারণা করা হচ্ছে, আরও কয়েকজন ইয়াবাসেবী পাশে ছিলেন। তাদের মধ্যে কেউ একজন এই ভিডিও ধারণ করেছেন। পরে তা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেন।

বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ফেসবুকে দেখে অনেকেই মন্তব্যের ঘরে লেখেন, তাকে অবিলম্বে দল থেকে বহিষ্কার করা হোক।

এছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে বিএনপি নেতা শহিদুলের সখ্যতার ছিল। এমন অভিযোগ তুলেছেন অনেকে।

এ বিষয়ে বিএনপি নেতা শহিদুল ইসলাম বলেন, আমাকে একটু অত্মশুদ্ধির সুযোগ দিন।

এঘটনায় তিনি সাংবাদিকদের ম্যানেজ করার চেষ্টা করেন।

এ বিষয়ে শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির বলেন, মাদকের সঙ্গে জড়িত, ব্যবসা এবং সেবন এগুলো দল পরিপন্থি কাজ। তিনি বলেন- এধরনের নেতৃত্ব দলের জন্য ক্ষতিকারক। দলকে ক্ষতিগ্রস্ত করছে এবং দলের ভাবমূর্তি নষ্ট করছে। সে যেই হোক না কেনো আমরা এটা সমর্থন করি না। বিষয়টি জেলা বিএনপিকে জানানো হয়েছে। নিশ্চয়ই জেলা বিএনপি তার বিরুদ্ধে সাংগঠিনক ব্যবস্থা নেবেন।

ট্যাগ :
জনপ্রিয়

যশোরের শার্শায় খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া-মাহফিল

বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

প্রকাশের সময় : ০৪:৫৪:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫

স্টাফ রিপোর্টার

যশোরের শার্শায় বিএনপি নেতার ইয়াবা সেবনের দুটি ভিডিও ভাইরাল হয়েছে। এগুলো বুধবার (৫ মার্চ) সকালে ‘কায়বা ইউনিয়ন ছাত্রদল’ নামের একটি ফেসবুক পেইজ থেকে ছড়িয়ে পড়ে। যা নিয়ে মানুষের মধ্যে শুরু হয় সমালোচনা।

ওই নেতার নাম শহিদুল ইসলাম। তিনি শার্শা উপজেলার কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, একটি ঘরের মধ্যে লাল রঙের জ্যাকেট গায়ে ইয়াবা সেবন করছেন শহিদুল। আরেকজন তার মুখে ইয়াবা সেবনের পাইপে আগুন ধরিয়ে দিচ্ছেন। তবে ধারণা করা হচ্ছে, আরও কয়েকজন ইয়াবাসেবী পাশে ছিলেন। তাদের মধ্যে কেউ একজন এই ভিডিও ধারণ করেছেন। পরে তা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেন।

বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ফেসবুকে দেখে অনেকেই মন্তব্যের ঘরে লেখেন, তাকে অবিলম্বে দল থেকে বহিষ্কার করা হোক।

এছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে বিএনপি নেতা শহিদুলের সখ্যতার ছিল। এমন অভিযোগ তুলেছেন অনেকে।

এ বিষয়ে বিএনপি নেতা শহিদুল ইসলাম বলেন, আমাকে একটু অত্মশুদ্ধির সুযোগ দিন।

এঘটনায় তিনি সাংবাদিকদের ম্যানেজ করার চেষ্টা করেন।

এ বিষয়ে শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির বলেন, মাদকের সঙ্গে জড়িত, ব্যবসা এবং সেবন এগুলো দল পরিপন্থি কাজ। তিনি বলেন- এধরনের নেতৃত্ব দলের জন্য ক্ষতিকারক। দলকে ক্ষতিগ্রস্ত করছে এবং দলের ভাবমূর্তি নষ্ট করছে। সে যেই হোক না কেনো আমরা এটা সমর্থন করি না। বিষয়টি জেলা বিএনপিকে জানানো হয়েছে। নিশ্চয়ই জেলা বিএনপি তার বিরুদ্ধে সাংগঠিনক ব্যবস্থা নেবেন।