
স্টাফ রিপোর্টার:
যশোরের ঝিকরগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এম কামরুজ্জামান জাহাঙ্গীর মিঞার অবসরজনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল ১১টায় ঝিকরগাছা বদরুদ্দীন মুসলিম (বি এম) হাইস্কুলে উপজেলা মাধ্যমিক স্কুল ও মাদরাসা শিক্ষক-কর্মচারী সমিতি কর্তৃক আয়োজিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি ও ঝিকরগাছা বেজিয়াতলা আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা দ্বীন ইসলাম।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদায়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এম কামরুজ্জামান জাহাঙ্গীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিসেস হোসনে আরা কামরুজ্জামান, আলিমুনেছা গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাহানারা খাতুন, জামায়াতের উপজেলা আমীর মাওলানা আব্দুল আলীম, গাজিরদরগাহ ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল ইসলাম, প্রধান শিক্ষক আহাছান উদ্দিন, হাসানুল বান্না, শফিউল্লাহ, আব্দুস সবুর, সেলিম রেজা, নাভারণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জিয়াউল হক, বাঁকড়া ইউপি চেয়ারম্যান আনিস উর রহমান।
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, এমসিডি হাইস্কুলের প্রধান শিক্ষক রবিউল ইসলাম, সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক রুনা লায়লা, মমতাজ বেগম, মনিরুল ইসলাম, নাসির উদ্দীন প্রমুখ।
স্টাফ রিপোর্টার: 









