
সাতক্ষীরা প্রতিনিধি
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার সময় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বিসমিল্লাহ সুপার মার্কেটের কার্তিকের সেলুন থেকে কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাঈদ মেহেদীকে আটক করেছে পুলিশ।
আটক সাঈদ মেহেদী কালিগঞ্জ উপজেলার মৌতল ইউনিয়নের পানিয়া গ্রামের শামসুদ্দিন আহমেদের ছেলে। তিনি কালিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও একই উপজেলার আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।
সেলুনের মালিক কার্তিক জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাঈদ মেহেদী তার দোকানে দাড়ি কাটাতে আসেন। এর কিছুক্ষণ পর পুলিশ তাকে থানায় নিয়ে যায়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্যা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাঈদ মেহেদীকে আটক করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক 









