
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ্যে চলন্ত বাস থেকে এক নারী আইনজীবীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে চট্টগ্রাম নগরীর স্টেশন রোডের নিউমার্কেট মোড়ে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় পুলিশ বাসসহ চালক-হেলপারকে আটক করেছে।
ছিনতাইয়ের শিকার আইনজীবী সিফায়েতুন সোমা বলেন, আমার বাড়ি কাটগড়। সেখান থেকে কোর্টে যাওয়ার উদ্দেশ্যে মেট্রো প্রভাতী বাসে করে আমি টাইগারপাস নামি। সেখানে অনেকক্ষণ দাঁড়িয়ে ৬ নম্বর রুটের একটি বাসে উঠে আদালতে যাচ্ছিলাম। আমি বসা ছিলাম চালকের ঠিক পেছনের সিটে। স্টেশন রোড ফলমন্ডি এলাকা থেকে ৬-৭ জন লোক বাসে ওঠে। তারা সামনেই দাঁড়িয়ে ভিড় করে। তারা আমাকে সরে বসতে বলে। এর মধ্যে একজন পেছন থেকে আমার গলায় থাকা স্বর্ণের চেইন আচমকা টান মেরে বাস থেকে নেমে দৌঁড় দেয়। আমি চিৎকার করলেও কেউ এগিয়ে আসেনি। এ ঘটনায় কোতয়ালী থানায় মামলার প্রস্তুতি নিচ্ছি।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ আব্দুল করিম বলেন, এক আইনজীবীর গলা থেকে চেইন ছিনতাই হওয়ার খবর পেয়ে পুলিশ মাঠে কাজ শুরু করেছে। ওই বাসের চালক-হেলপারকে আটক করে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ছিনতাইকারীদের ধরার চেষ্টা চলছে।
চট্টগ্রাম প্রতিনিধি 









