
শহিদ শেখ, মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ১৪টি ইউনিয়নের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন,জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান এবং কোলাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম মাহবুব উল্লাহ্ কিসমত।
তিনি প্রতিটি ইউনিয়নে ৩২৫ টি করে কম্বল বিতরণ করছেন। তিনি আসন্ন উপজেলা নির্বাচনে শ্রীনগর উপজেলার চেয়ারম্যান পদে নির্বাচন করবেন বলে জানিয়েছেন তিনি। ২৯ জানুয়ারি সোমবার সকালে থেকে তিনি শ্রীনগর উপজেলার পাটাভোগ ও তন্তর ইউনিয়নে অসহায় শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন। শীতার্থদের মাঝে এই কম্বল সুষ্ঠুভাবে বন্টনের জন্য বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারদের মাধ্যমে এই কম্বল প্রকৃত দুস্থদের মাঝে পৌঁছে দেওয়া হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক নিজামুদ্দিন চৌধুরী পারভেজ,সাবেক ছাত্রলীগ নুরনবী অন্তুসহ,স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
তবে স্থানীয় লোকজন বলছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়েই কম্বল বিতরণ করছেন বিষয়টা এমন নয়। তিনি সবসময়ই জনগণের পাশে থাকেন ও সবাইকে সর্বদিক থেকে সাহায্য করার চেষ্টা করেন, এমন যোগ্য লোককেই উপজেলা চেয়ারম্যান হিসেবে চাচ্ছে শ্রীনগর উপজেলার সাধারণ জনগণ।
শহিদ শেখ, মুন্সীগঞ্জ প্রতিনিধি 









