
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় নৌকা প্রতীকের মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই ক্ষেতলাল উপজেলায় এবার শুরু হয়েছে উপজেলা পরিষদের নির্বাচন নিয়ে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ।
জানা গেছে, উপজেলা পরিষদের নির্বাচনের তফসিল এখনও ঘোষণা হয়নি। তবে ফেব্রুয়ারির শেষে কিংবা মার্চের প্রথম দিকেই (প্রথম ধাপের) উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়েছেন নির্বাচন কমিশন বিভিন্ন সূত্রে এমন খবর শোনা গেছে। এ খবর জানার পর ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রীতিমতো দলীয় নৌকা প্রতীকের মনোনয়ন নিয়ে তীব্র প্রতিযোগিতা দেখা যাচ্ছে। ইতিমধ্যেই সম্ভাব্য প্রার্থীদের কেউ কেউ নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে প্রচার প্রচারণায় মাঠে নেমেছে। তারা সাধারণ মানুষের কাছে যাচ্ছে এবং দোয়া আর্শীবাদ কামনা করছে। পাশাপাশি মোটরসাইকেল শো ডাউন এর মাধ্যমে নির্বাচনের মাঠ গরম করার চেষ্টাও চলছে। অনেকেই আবার মাঠে প্রচারণায় না নামলেও আগামী উপজেলা পরিষদ নির্বাচনে তার প্রার্থী (দলীয় মনোনয়ন প্রত্যাশী) হওয়ার কথা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জানান দিয়েছে।
ক্ষেতলাল উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে চেয়ারম্যান পদে (দলীয় নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী) এ পর্যন্ত ৪ জন প্রার্থীর নাম জানা গেছে তারা হলেন- ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল মজিদ মোল্লা, ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আলমপুর ইউপি চেয়ারম্যান আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম, পৌর আওয়ামী লীগের সভাপতি দুলাল মিয়া সরদার। এছাড়াও আরো দুই একজন দলীয় মনোনয়ন প্রত্যাশী হতে পারেন বলে অনেকেই ধরনা করছেন।
এদের মধ্যে মাঠে প্রচার প্রচারণায় দেখা গেছে, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল মজিদ মোল্লা, বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল এবং ক্ষেতলাল পৌর আওয়ামী লীগের সভাপতি দুলাল মিয়া সরদারকে।
ক্ষেতলাল উপজেলার তৃণমূল পর্যায়ের অনেক নেতাকর্মী ও সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ হয়েছে। ভোটাররা নিজেদের ভোট নিজেরাই তাদের পছন্দের প্রার্থীকে দিতে পেরেছে। তারা আশা করছেন আগামী উপজেলা পরিষদের নির্বাচনও সুষ্ঠ ও নিরপেক্ষ হবে। তারা ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত করবে। এবার ক্ষেতলাল উপজেলা পরিষদের নির্বাচনে ত্যাগী ও জনপ্রিয়তার দিক বিবেচনা করে যোগ্য প্রার্থীকেই দল মনোনয়ন দিবে এমন প্রত্যাশায় করছে তৃণমূলের নেতা-কর্মীরা।
ক্ষেতলাল উপজেলা নির্বাচন অফিসসূত্রে জানা গেছে, এ উপজেলায় মোট ভোটার ৯৪ হাজার ১০ জন। পুরুষ ভোটার ৪৬ হাজার ৬শ ৮৬ জন, নারী ভোটার ৪৭ হাজার ৩শ ২৩ জন এবং হিজরা ভোটার রয়েছেন ১ জন।
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি 









