
রায়হান সরদার, ঝিকরগাছা প্রতিনিধি
যশোরের ঝিকরগাছার পৌর সদরে পরকীয়ার জেরে তৌফিক আহমেদ (২৩) নামে এক যুবক খুন হয়েছে। আজ শুক্রবার (২০ জানুয়ারি) সকালে এ খুনের ঘটনা ঘটে।
তৌফিক কৃষ্ণনগর সম্মেলনী মহিলা কলেজ পাড়া এলাকার কাঠমিস্ত্রি শাহাদত মোল্লার ছেলে।
হত্যাকারী কেসমত ওরফে ক্যাসেট (২৫) কাটাখাল আফিল রোডের মৃত আবুল কাশেমের ছেলে। সে পেশায় একজন ভ্যানচালক। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরকীয়ার জেরে এই হত্যাকান্ড সংঘটিত হয়েছে।
এলাকাবাসী জানান, তৌফিক এবং কেসমত ওরফে ক্যাসেট ঘনিষ্ঠ বন্ধু ছিল। তারা দুজনেই মাদকাসক্ত। গতকাল সন্ধ্যায় কেসমত তার স্ত্রী রিয়া ও তৌফিককে একসাথে কথা বলতে দেখে ফেলে। এনিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। শনিবার (২০ জানুয়ারি) সকাল ৮ টার দিকে কেসমত আলী ওরফে ক্যাসেট তৌফিককে (২৩) তার বাড়িতে ডেকে নেয়। এরপর উভয়ের মধ্যে আবারও কথা কাটাকাটির এক পর্যায়ে কিসমত আলী ওরফে ক্যাসেট (২৫) তৌফিক আহমেদকে (২৩) ছুরিকাঘাত করে। এতে তৌফিকের পেটের ভুঁড়ি বেরিয়ে যায়। স্থানীয় ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর অবস্থার অবনতি ঘটলে তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়। এলাকাবাসী আরো জানান, আসামি কেসমত ওরফে ক্যাসেটের বউয়ের সাথে তৌফিক এর পরকীয়া সম্পর্ক ছিল। তারই জের ধরে এ হত্যাকান্ড ঘটতে পারে বলে তাদের ধারণা।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন আসামি গ্রেপ্তারের ব্যাপারে চেষ্টা অব্যাহত রয়েছে। তবে তদন্তে বেরিয়ে আসবে কি কারনে তাকে হত্যা করা হয়েছে। এদিকে ঘটনার পরপরই আসামীর বাড়ির সকলেই পালিয়ে গেছে। রিপোর্ট লেখা পর্যন্ত কেউ আটক হয়নি। মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।
রায়হান সরদার, ঝিকরগাছা প্রতিনিধি 









