
শহিদ শেখ, মুন্সিগঞ্জ প্রতিনিধি
সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির নবগঠিত কমিটির সাথে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজাহিদুল ইসলাম মতবিনিময় করেছেন। বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় সিরাজদিখান থানায় এই মতবিনিময়ের সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির সভাপতি নাসির উদ্দিন, সহ-সভাপতি জাবেদুর রহমান জুবায়ের, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম লিংকন, অর্থ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক আজাদ নাদভী, দপ্তর সম্পাদক আনিসুর রহমান রুবেল, প্রচার সম্পাদক আমির হোসেন ঢালী, সাহিত্য ও লাইব্রেরী সম্পাদক আব্দুল আউয়াল আশিক, সদস্য শহীদ শেখ, প্রাণতোষ দেবনাথ, নাদিম হায়দার, মোক্তার হোসেন, সোভন সারোয়ার প্রমুখ।
এ সময় ওসি মুজাহিদুল ইসলাম উপজেলার সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের কাছ থেকে জানতে চান এবং সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। সাংবাদিকরাও সত্য ন্যায় কাজের জন্য সার্বিক সহযোগিতার বিষয়ে আশ্বাস দেন।
উক্ত মতবিনিময় সভায় রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে বক্তারা বক্তব্য বলেন, আমরা সবসময় সমাজের বাস্তব চিত্র তুলে ধরে সঠিক বস্তু নিষ্ঠ সংবাদ তুলে ধরি এবং ভবিষ্যতেও ধরতে চাই, সাংবাদিকদের কাজ হলো সমাজের অন্যায়কে অন্যায় বলা ন্যায়কে ন্যায় বলা, তাই সাংবাদিক ও পুলিশের কাজ একই, আমাদের সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটি সবসময়ই অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে কাজ করেছে এবং ভবিষ্যতেও করবে।
শহিদ শেখ, মুন্সিগঞ্জ প্রতিনিধি 









