সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

নান্দাইল আসনে আ.লীগ প্রার্থী আব্দুস সালামের মনোনয়নপত্র দাখিল

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫৪ ময়মনসিংহ-৯ নান্দাইল আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক দুইবারের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম মনোনয়নপত্র দাখিল করেছেন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও ও উপজেলা নির্বাচন কর্মকর্তা ফখরুজ্জামান এর কাছে মনোনয়নপত্র জমা দেন।

এ সময় নৌকা প্রতীকের প্রার্থী মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম বলেন, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনিক নেতাকর্মীদের নিয়ে মনোনয়নপত্র দাখিল করলাম। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ নির্বাচন সকলে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনকে পরিচালনা করব ইনশাল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান, কেন্দ্রীয় কমিটির সদস্য আলমগীর কবির দোলন, প্রার্থীর জৈষ্ঠ কন্যা ওয়াদা হক রুপা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান শাহাব‌ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী নাজিমউল্লাহ লিটন, প্যানেল মেয়র শফিকুল ইসলাম ভূঁইয়া, আবু নাঈম ভূঁইয়া ফারুকসহ প্রমুখ।

এছাড়া বিভিন্ন ইউনিয়ন থেকে দলীয় নেতৃবৃন্দসহ আওয়ামী লীগ সমর্থকরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

শার্শার বাগআঁচড়ায় খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া-মাহফিল 

নান্দাইল আসনে আ.লীগ প্রার্থী আব্দুস সালামের মনোনয়নপত্র দাখিল

প্রকাশের সময় : ১২:৪৭:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫৪ ময়মনসিংহ-৯ নান্দাইল আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক দুইবারের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম মনোনয়নপত্র দাখিল করেছেন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও ও উপজেলা নির্বাচন কর্মকর্তা ফখরুজ্জামান এর কাছে মনোনয়নপত্র জমা দেন।

এ সময় নৌকা প্রতীকের প্রার্থী মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম বলেন, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনিক নেতাকর্মীদের নিয়ে মনোনয়নপত্র দাখিল করলাম। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ নির্বাচন সকলে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনকে পরিচালনা করব ইনশাল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান, কেন্দ্রীয় কমিটির সদস্য আলমগীর কবির দোলন, প্রার্থীর জৈষ্ঠ কন্যা ওয়াদা হক রুপা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান শাহাব‌ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী নাজিমউল্লাহ লিটন, প্যানেল মেয়র শফিকুল ইসলাম ভূঁইয়া, আবু নাঈম ভূঁইয়া ফারুকসহ প্রমুখ।

এছাড়া বিভিন্ন ইউনিয়ন থেকে দলীয় নেতৃবৃন্দসহ আওয়ামী লীগ সমর্থকরা উপস্থিত ছিলেন।