সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

আফিফের ব্যাটে চট্টগ্রামের জয়

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৮:২৩:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩
  • ৭৮ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

আফিফ হোসেনের অপরাজিত ৬৯ রানে ভর করে ঢাকা ডমিনেটর্সকে ৮ উইকেটে হারিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ঢাকা টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৫৮ রান করে। চট্টগ্রাম সেই রান টপকে যায় ১৭.৪ ওভারে ২ উইকেট হারিয়ে ১৫৯ রান করে। ম্যাচ সেরা আফিফ ৫২ বলে ১ ছক্কা ৭ চারে ৬৯ রানে অপরাজিত থাকেন। ৪ ম্যাচে চট্টগ্রামের এটি দ্বিতীয় জয়। ঢাকার ৩ ম্যাচে দ্বিতীয় হার।

চট্টগ্রামের জয়ে আফিফ বড় ভূমিকা রাখলেও জয়কে সহজতর করে তুলতে বড় অবদান ছিল দারউইস রসূলের। দলীয় ১ রানে ওপেনার আল আমিন (০) ও ৫৬ রানে ওসমান খান (২২) রানে ফিরে যাওয়ার পর আফিফ ও রসুল ১০.২ ওভারে অবিচ্ছিন্ন থেকে ১০৩ রান করে দলকে ১৪ বল থাকতেই ৮ উইকেটে জয় এনে দেন রসুল ৪ ছক্কা ও ৩ চারে ৫৬ রান করে অপরাজিত থাকেন। আফিফ ৩৪ ও রসুল ৩২ বলে হাফ সেঞ্চুরি করেন। দুজনেরই এটি ছিল চলতি বিপিএলে প্রথম হাফ সেঞ্চুরি।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে দুই ওপেনার মিজানুর ও ওসমান গনি ৬০ রাম এনে দেন। তবে তাদের রান সংগ্রহের গতি ছিল মন্থর। ৬০ রান করেন ৯.২ ওভারে। ব্যাটিং পাওয়ার প্লেতে রান ছিল মাত্র ৩৬। ধীরে ব্যাটিং করেন মিজানুর। তিনি ৩৩ বলে করেন ২৮ রান। তবে ওসমাম গনি ছিলেন আক্রমনাত্মক। তিনি ৪ ছক্কা ও ২ চারে ৪৮ রান করেন। দুই জনকেই আউট করেন নাহিদুজ্জামান। পরের ১০.৪ ওভারে ঢাকা যোগ করে ৯৮ রান।নাসির হোসেন ২২ বলে ৩০ ও আরিফুল হক ১৮ বলে ২৯ রান করে ভূমিকা রেখেছিলেন। কিন্তু শেষ আর হয়নি। নাহিদুজ্জামান ২৩ ও মেহেদী হাসান রানা ২৫ রানে নেন ২টি করে উইকেট।

 

সাম্প্রতিক /বাংলা 

ট্যাগ :
জনপ্রিয়

যশোরের শার্শায় খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া-মাহফিল

আফিফের ব্যাটে চট্টগ্রামের জয়

প্রকাশের সময় : ০৮:২৩:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩

আফিফ হোসেনের অপরাজিত ৬৯ রানে ভর করে ঢাকা ডমিনেটর্সকে ৮ উইকেটে হারিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ঢাকা টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৫৮ রান করে। চট্টগ্রাম সেই রান টপকে যায় ১৭.৪ ওভারে ২ উইকেট হারিয়ে ১৫৯ রান করে। ম্যাচ সেরা আফিফ ৫২ বলে ১ ছক্কা ৭ চারে ৬৯ রানে অপরাজিত থাকেন। ৪ ম্যাচে চট্টগ্রামের এটি দ্বিতীয় জয়। ঢাকার ৩ ম্যাচে দ্বিতীয় হার।

চট্টগ্রামের জয়ে আফিফ বড় ভূমিকা রাখলেও জয়কে সহজতর করে তুলতে বড় অবদান ছিল দারউইস রসূলের। দলীয় ১ রানে ওপেনার আল আমিন (০) ও ৫৬ রানে ওসমান খান (২২) রানে ফিরে যাওয়ার পর আফিফ ও রসুল ১০.২ ওভারে অবিচ্ছিন্ন থেকে ১০৩ রান করে দলকে ১৪ বল থাকতেই ৮ উইকেটে জয় এনে দেন রসুল ৪ ছক্কা ও ৩ চারে ৫৬ রান করে অপরাজিত থাকেন। আফিফ ৩৪ ও রসুল ৩২ বলে হাফ সেঞ্চুরি করেন। দুজনেরই এটি ছিল চলতি বিপিএলে প্রথম হাফ সেঞ্চুরি।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে দুই ওপেনার মিজানুর ও ওসমান গনি ৬০ রাম এনে দেন। তবে তাদের রান সংগ্রহের গতি ছিল মন্থর। ৬০ রান করেন ৯.২ ওভারে। ব্যাটিং পাওয়ার প্লেতে রান ছিল মাত্র ৩৬। ধীরে ব্যাটিং করেন মিজানুর। তিনি ৩৩ বলে করেন ২৮ রান। তবে ওসমাম গনি ছিলেন আক্রমনাত্মক। তিনি ৪ ছক্কা ও ২ চারে ৪৮ রান করেন। দুই জনকেই আউট করেন নাহিদুজ্জামান। পরের ১০.৪ ওভারে ঢাকা যোগ করে ৯৮ রান।নাসির হোসেন ২২ বলে ৩০ ও আরিফুল হক ১৮ বলে ২৯ রান করে ভূমিকা রেখেছিলেন। কিন্তু শেষ আর হয়নি। নাহিদুজ্জামান ২৩ ও মেহেদী হাসান রানা ২৫ রানে নেন ২টি করে উইকেট।

 

সাম্প্রতিক /বাংলা