
রাজবাড়ী বালিয়াকান্দিতে অমল ঘোষ (৬০) নামে এক বৃদ্ধ নিজ ঘরের আড়ার সাথে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে। আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে এঘটনা ঘটে।
নিহত অমল উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের মৃত নীল মাধব ঘোষের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাধব ঘোষ ঋণগ্রস্ত থাকায় পাওনাদারদের টাকা পরিশোধ করতে না পারায় মানসিক চাপ সহ্য করতে না পেরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।
এঘটনায় পুলিশ জানায় তাদের আইনি পদক্ষেপ চলমান রয়েছে।
রাজবাড়ী প্রতিনিধি 









