
বেনাপোল পোর্ট থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১৩ জন পরোয়ানা ভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ সদস্যরা। মঙ্গলবার (২১ নভেম্বর) পুলিশ দিনব্যাপি অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, বেনাপোলের কাগজপুকুর গ্রামের মৃত ইমাম মোল্লার ছেলে রুস্তম মোল্লা (৪৫), নারায়নপুর গ্রামের মৃত রুস্তম সরদারের ছেলে রফিকুল ইসলাম (২৫), ভবারবেড় গ্রামের ওহিদুল ইসলামের ছেলে ইমন হোসেন রাব্বি (২০) কাগমারী গ্রামের আবুল কালামের ছেলে বিপ্লব হোসেন (২৬) কাগমারী গ্রামের গ্রামের মৃত মন্টু মিয়ার ছেলে মাসুদ রানা (২২), সাদিপুর বাগদাপাড়া গ্রামের মৃত সলেমান মোড়লের ছেলেলিটন হোসেন (৩২), নাভারণ এলাকার মৃত আব্দুল রবের ছেলে কবির হোসেন (৩২), ভবারবেড় গ্রামের মৃত ধলা মিয়ার ছেলে ইব্রাহিম (৫০), বড় আঁচড়া গ্রামের কিসমত আলী মোড়লের ছেলে রিপন মোড়ল (৩২), বড় আঁচড়া গ্রামের মৃত খোকা সরদারের ছেলে শরীফ সরদার (২৯), সাদিপুর গ্রামের মৃত শামসুজ্জোহার ছেলে শাহারুল ইসলাম (৩৫), পোড়াবাড়ী গ্রামের নুর ইসলামের ছেলে রাশেদ আলী (৪২) ও সাদিপুর পশ্চিমপাড়া গ্রামের ছব্বত আলীর ছেলে মাহবুব রহমান (২০)।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, গ্রেপ্তারকৃত এসব আসামিদের আজ যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।
বেনাপোল প্রতিনিধি 









