
বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ৯০ বোতল ফেনসিডিলসহ আলমগীর হোসেন (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ সদস্যরা।
বুধবার (১৫ নভেম্বর) রাতে বেনাপোলের সাদীপুর (মাঠপাড়া) নিজ বাড়ি থেকে ফেনসিডিলসহ তাকে আটক করা হয়।
আটক আলমগীর হোসেন সাদীপুর মাঠপাড়ার তাহাজ্জত আলীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদে তারা জানতে পারেন বুধবার রাতে সাদীপুর মাঠপাড়ায় আলমগীর হোসেন নামে এক মাদক ব্যবসায়ী তার বসত বাড়িতে মাদকের একটি চালান নিয়ে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি অভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী গরুর গোয়াল ঘরের চাড়ীর ভিতর থেকে ৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
উদ্ধার করা ফেনসিডিলের আনুমানিক মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা বলে জানায় পুলিশ।
এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বলেন, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দিয়ে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।
সাম্প্রতিক/ বাংলাদেশ /এন /জুয়েল
স্টাফ করেসপন্ডেন্ট 















