
যশোরের শার্শায় ১৮ কেজি গাঁজাসহ বাবলুর রহমান বাবু (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ সদস্যরা।
সোমবার (১৩নভেম্বর) ভোর রাতে শার্শা থানার ছোট মান্দারতলা গ্রাম থেকে গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত বাবলুর রহমান বেনাপোল পোর্ট থানার বোয়ালিয়া গ্রামের মৃত ইয়াকুব আলী ছেলে।
পুলিশ জানায়, তাদের কাছে গোপন খবর আসে বাবলুর রহমান নামে একজন মাদক কারবারি মাদকের একটি চালান নিয়ে বোয়ালিয়া গ্রামে অবস্থান করছে। এমন খবরে পুলিশের একটি অভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে ১৮ কেজি গাঁজাসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করে।
এ ব্যাপারে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিকুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে শার্শা থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে। পরে তাকে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।
স্টাফ করেসপন্ডেন্ট 















