
বেনাপোলের দৌলতপুর সীমান্ত থেকে (২ কেজি ৯৪০ গ্রাম ওজন) ৪টি স্বর্ণের বারসহ তিন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। এসময় সাদা রংয়ের একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
আটককৃতরা হলেন- যশোর সদরের বাগডাংগা গ্রামের নাসির আলীর ছেলে সাইফুল ইসলাম (৩৬), শার্শা উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের রেজাউল চৌধুরীর ছেলে মাসুদ চৌধুরী বাবু (৩১) ও ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার পিরোজপুর গ্রামের মহিউদ্দীনের ছেলে সাইদুর রহমান মাজেদ (৩৩)।
বুধবার (৩০ আগষ্ট) সকাল সাড়ে ১১ টার দিকে দৌলতপুর সীমান্তের বারোপোতা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়ানের কমান্ডিং অফিসার লে: কর্ণেল তানভীর রহমান (পিএসসি) জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন দৌলতপুর সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি অভিযানিক দল দৌলতপুর সীমান্তের বারোপোতা বাজার এলাকায় অবস্থান করেন। এসময় একটি প্রাইভেটকার থামিয়ে সন্দেহভাজন তিনজনকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে ৪ টি স্বর্ণের বার পাওয়া যায়।
জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় ২ কোটি ৬৫ লাখ টাকা।
আটক তিন পাচারকারীর বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হবে বলে জানান তিনি।
বেনাপোল প্রতিনিধি।। 















