সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ধানের শীষ মানুষের পেটের বিষ হয়ে গেছে: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ধানের শীষ দেশের মানুষের পেটের বিষ হয়ে গেছে তাই উন্নয়নের জন্য আবারও নৌকায় ভোট দেবে।

তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে এবং এখানে সরকার কোনো হস্তক্ষেপ করবে না। অন্যান্য গণতান্ত্রিক দেশের মতোই শেখ হাসিনার সরকার রুটিন দায়িত্ব পালন করবে। বুধবার (৫ জুলাই) সকালে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

নির্বাচনে আনুষ্ঠানিকভাবে অংশ না নিলেও নির্বাচনকে বিতর্কিত করতে বিএনপি নানান অপতৎপরতা করে বলে অভিযোগ করেছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এসময় তিনি বলেন, বিএনপির নির্বাচনে অংশ না নিলেও ৪০ শতাংশ মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। নির্বাচন নিয়ে মানুষের আগ্রহ নেই এটা বিএনপির অপপ্রচার। স্থানীয় সরকারের সিটি করপোরেশন ও কয়েকটি পৌরসভা নির্বাচনে মানুষ ভোট দিয়েছে।

ওবায়দুল কাদের বলেন, স্থানীয় সরকারের সিটি করপোরেশনের নির্বাচনগুলো যেভাবে অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু হয়েছে একইভাবে আগামী জাতীয় নির্বাচনও অনুষ্ঠিত হবে। বিদেশি বন্ধুদের সব পরামর্শ গ্রহণ করতে হবে এমন কোন বিষয় নেই। বিএনপি বিদেশিদের কাছে নালিশ না করে দেশের জনগণের কাছে যেতে পারে, সরকারের কাছে আসতে পারে- যোগ করেন সেতুমন্ত্রী।

ট্যাগ :
জনপ্রিয়

যশোরের শার্শায় খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া-মাহফিল

ধানের শীষ মানুষের পেটের বিষ হয়ে গেছে: কাদের

প্রকাশের সময় : ০৮:২০:৩২ অপরাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ধানের শীষ দেশের মানুষের পেটের বিষ হয়ে গেছে তাই উন্নয়নের জন্য আবারও নৌকায় ভোট দেবে।

তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে এবং এখানে সরকার কোনো হস্তক্ষেপ করবে না। অন্যান্য গণতান্ত্রিক দেশের মতোই শেখ হাসিনার সরকার রুটিন দায়িত্ব পালন করবে। বুধবার (৫ জুলাই) সকালে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

নির্বাচনে আনুষ্ঠানিকভাবে অংশ না নিলেও নির্বাচনকে বিতর্কিত করতে বিএনপি নানান অপতৎপরতা করে বলে অভিযোগ করেছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এসময় তিনি বলেন, বিএনপির নির্বাচনে অংশ না নিলেও ৪০ শতাংশ মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। নির্বাচন নিয়ে মানুষের আগ্রহ নেই এটা বিএনপির অপপ্রচার। স্থানীয় সরকারের সিটি করপোরেশন ও কয়েকটি পৌরসভা নির্বাচনে মানুষ ভোট দিয়েছে।

ওবায়দুল কাদের বলেন, স্থানীয় সরকারের সিটি করপোরেশনের নির্বাচনগুলো যেভাবে অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু হয়েছে একইভাবে আগামী জাতীয় নির্বাচনও অনুষ্ঠিত হবে। বিদেশি বন্ধুদের সব পরামর্শ গ্রহণ করতে হবে এমন কোন বিষয় নেই। বিএনপি বিদেশিদের কাছে নালিশ না করে দেশের জনগণের কাছে যেতে পারে, সরকারের কাছে আসতে পারে- যোগ করেন সেতুমন্ত্রী।