
মেহেদী হাসান, রাজবাড়ী।।
রাজবাড়ীর পাংশায় লিচু বাগানে অবৈধ ভাবে টানানো বিদ্যুৎ সংযোগের তারে পেঁচিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠে মোঃ সালাম খাঁ (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
গত সোমবার (২২মে) সন্ধ্যার দিকে ঘটনাটি ঘটেছে উপজেলার কসবামাজাইল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বড় বাঙলাট গ্রামে। নিহত কৃষক একই গ্রামের আবু কালাম খাঁর ছেলে।
একই গ্রামের সাবেক গফুর মেম্বরের ছেলে মারুফ চৌধূরীর অবৈধ বিদ্যুৎ সংযোগের ফলেই এ দূর্ঘটনাটি ঘটেছে বলে নিহতের পরিবার ও এলাকাবাসী অভিযোগ করেছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, পার্শ্ববর্তী মাঠের মধ্যে মারুফ চৌধুরীর পানির মটরের ঘর থেকে বিদ্যুতের সংযোগ দেয়া তার টেনে আনুমানিক কয়েকশত গজ দূরে তার লিচু বাগানে সংযোগ দেয়া হয়েছে। ক্ষেতের মধ্য দিয়ে অনেক খানি দুরত্বে খুঁটি বিহীন এভাবে তার টেনে নিয়ে যাবার ফলে তার ঝুলে যায়। কোথাও মাটি থেকে দের গজ আবার কোথাও এর চেয়ে বেশি উঁচুতে তার ঝুলে রয়েছে।
এ ঘটনায় মারুফ চৌধুরীরর সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে ফোন বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতি পাংশা জোনাল অফিসের ডেপুটি জেলারেল ম্যানেজার আব্দুর রব বলেন, এভাবে তার টেনে নিয়ে অন্য স্থানে বিদ্যুতের সংযোগ দেয়াটা অবশ্যই বে- আইনি। যিনি এটা করেছেন তিনি অন্যায় করেছেন।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, লিচু বাগানে অবৈধ বিদ্যুৎ সংযোগ দেওয়া ফলে বিদ্যুৎপৃষ্টে এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাম্প্রতিক বাংলা-ডট
মেহেদী হাসান, রাজবাড়ী 









