
প্রতিনিধি বাগেরহাট।। বাগেরহাটের চিতলমারী উপজেলার শিবপুর কাটাখালী গ্রামের সুধীর সমাদ্দারের জমিতে জোরপূর্বক বীর মুক্তিযোদ্ধা মনি মোহন সমাদ্দারের (৬৭) জন্য বীর নিবাস নির্মাণের চেষ্টার অভিযোগ উঠেছে। নিজের জমি রক্ষা করতে ভুক্তভোগী সুধীর সমাদ্দার আদালতে মামলা দায়ের করেছেন। আদালত সুধীর সমাদ্দারের আবেদন আমলে নিয়ে ওই জমিতে স্থিতিবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন। সেই সাথে বীর নিবাস নির্মাণের ঠিকাদার মাহতাব শেখকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে আদালত।
সুধীর চন্দ্র সমাদ্দার বলেন, চিতলমারী উপজেলার বোয়ালিয়া মৌজায় আমার ১০ শতক জমি রয়েছে। ওই জমিতে আমার বসতবাড়ি ও রান্না ঘর রয়েছে। কিন্তু গেল ১৮ মার্চ সকালে প্রতিবেশী বীর মুক্তিযোদ্ধা মনি মোহন সমাদ্দার, সোনাতন সমাদ্দার, ননী গোপাল সমাদ্দার, জগদীশ সমাদ্দার অজ্ঞাতনামা লোকজন নিয়ে ওই জমির অংশ বিশেষ দখলের চেষ্টা করেন। বাঁধা দিলে তারা আমাকে মারধর ও পরবর্তীতে জমি দখলের হুমকি দিয়ে চলে যায়। পরের দিন আমি চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করি। এরপরেও ২৫ মার্চ আবারও তারা আমার জমির মাটি খুঁড়ে ভবন তৈরির চেষ্টা করে। বাধ্য হয়ে আমি ২৮ মার্চ বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করি। আদালত আমার অভিযোগ আমলে নিয়ে চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে উক্ত জমিতে স্থিতি অবস্থা রাখার নির্দেশ প্রদান করেন। সেই সাথে বীর নিবাস নির্মাণের ঠিকাদার মাহতাব শেখকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। এরপরেও তারা জোরপূর্বক আমার জমিতে ঘর নির্মানের পায়তাঁরা করছেন। জমি রক্ষার্থে উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
এ বিষয়ে বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, বিষয়টি যাচাই-বাছাই করে সমাধানের জন্য চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
সাম্প্রতিক বাংলা-ডট
প্রতিনিধি বাগেরহাট 









