
ঘনকুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ৩ ঘন্টা ২০পর পূনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে হয়েছে।
জানাগেছে, শনিবার (১৪ জানুয়ারি) ভোর ৬ টা ৩০ মিনিট থেকে সকাল ৯টা ৫০ মিনিট পর্যন্ত কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পেলে ফেরি মাকিং বাতি অস্পষ্ট হয়ে গেলে নৌপথে দূর্ঘটনা এড়াতে সকল ধরনের নৌযান নদীতে চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। কুয়াশার ঘনত্ব কেটে গেলে পূনরায় ৩ ঘন্টা ২০ মিনিট পর ফেরি চলাচল স্বাভাবিক হলে নদী পার হতে আসা যাত্রী ও চালকদের মনে স্বস্তি আসতে দেখা গেছে।
বিআইডব্লিউটিসি‘র দৌলতদিয়া ঘাট শাখার ম্যানেজার মো.সালাউদ্দিন বলেন, ঘনকুয়াশায় শনিবার ভোর ৬ টা ৩০ মিনিট থেকে সকাল ৯ টা ৫০ মিনিট পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকার পর পূনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এই নৌরুটে ছোট বড় মিলে মোট ১৩টি ফেরি চলাচল করছে।
রাজবাড়ী প্রতিনিধি 









