
সোহেল রানা বাবু, প্রতিনিধি বাগেরহাট।। বাগেরহাট সদর উপজেলার পশ্চিমভাগ গ্রামের এক কৃষকের গোয়ালঘরে আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায়। এতে ৪টি গাভীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
পুড়ে যাওয়া গাভীর মালিক শেখ ইকরামুল কবির জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার (১৩ এপ্রিল) তারাবীর নামাজ শেষে ঘুমিয়ে পড়লে হটাৎ গভীর রাতে গরুর গোঙ্গানী শুনতে পেয়ে বাইরে এসে দেখেন গোয়ালে দাউদাউ করে আগুন জ্বলছে এবং গাভীগুলি আগুনে পুড়ে ছটফট করতে করতে একে একে মারা যাচ্ছে।পরে তার ডাক চিৎকারে লোকজন এসে আগুন নিয়ন্ত্রনে আনে। পুড়ে যাওয়া গাভীগুলির মধ্যে একটি গাভী গত পরশু বাচ্চা দিয়েছে।আরেকটি গর্ভবতী অবস্হায় আছে দু একদিনে বাচ্চা দিবে।আর যে দুইটা সে দুইটাও বড় গাভী। সব মিলিয়ে চারটি গাভীর আনুমানিক মূল্য ৬ লক্ষাধিক টাকা। গাভীগুলিকে হারিয়ে দরিদ্র ইকরামুল শেখ অসহায় হয়ে পড়েছে। কান্নাজড়িত কন্ঠে বলেন গাভীগুলিকে আমি সন্তানের মতো আদর যত্ন করে লালনপালন করে থাকি।আমার সর্বস্ব দিয়ে এই গাভী পালনের মাধ্যমে জীবিকা চালাই।এখন আমি নিঃস্ব হয়ে গেলাম। তিনি সরকারের কাছে সহায়তা কামনা করছেন।
সাম্প্রতিক বাংলা-ডট
সোহেল রানা বাবু, প্রতিনিধি বাগেরহাট 









