সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মুরগির মাংস খাওয়া নিয়ে ঝগড়া, বাবার হাতে ছেলে খুন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৬:১৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩
  • ১৮২ বার পড়া হয়েছে

প্রতীকী ছবি

চুলায় কষিয়ে রান্না চলছিল মুরগির মাংস। সেই মাংস খাওয়া নিয়েই ঝামেলার জেরে বাবার হাতে খুন হলেন ৩২ বছর বয়সি শিবরাম।

মঙ্গলবার ভারতের কর্নাটকের দক্ষিণ কন্নড় জেলার সুল্লিয়ার গুট্টিগড়ে এই ঘটনা ঘটেছে। হত্যার অভিযোগে শিবরামের বাবাকে গ্রেফতার করেছে স্থানীয় থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার শিবরামের বাড়িতে মুরগির মাংস রান্না হয়েছিল। ফিরে এসে সেই মাংস খাবেন ভেবে তিনি বাড়ির বাইরে কাজে যান। কিন্তু বাড়ি ফিরে এসে দেখেন যে, তার বাবা সব মাংস খেয়ে সাফ করে দিয়েছেন। এ নিয়ে শিবরামের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় তার বাবার।

কিন্তু দু’জনের সেই অশান্তি বৃদ্ধি পেয়ে হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। হাতের কাছে কাঠের মুগুর থাকায় রাগের বশে ছেলেকে সেই মুগুর দিয়ে মারতে শুরু করেন শিবরামের বাবা। বাবার হাতে মার খেয়েই মৃত্যু হয় শিবরামের।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সঙ্গে সঙ্গে শিবরামের বাবাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, এই ঘটনার তদন্ত শুরু করেছে তারা। অভিযুক্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলে আশ্বাস দিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

সূত্র: আনন্দবাজার

ট্যাগ :
জনপ্রিয়

যশোরের শার্শায় খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া-মাহফিল

মুরগির মাংস খাওয়া নিয়ে ঝগড়া, বাবার হাতে ছেলে খুন

প্রকাশের সময় : ০৬:১৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩

চুলায় কষিয়ে রান্না চলছিল মুরগির মাংস। সেই মাংস খাওয়া নিয়েই ঝামেলার জেরে বাবার হাতে খুন হলেন ৩২ বছর বয়সি শিবরাম।

মঙ্গলবার ভারতের কর্নাটকের দক্ষিণ কন্নড় জেলার সুল্লিয়ার গুট্টিগড়ে এই ঘটনা ঘটেছে। হত্যার অভিযোগে শিবরামের বাবাকে গ্রেফতার করেছে স্থানীয় থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার শিবরামের বাড়িতে মুরগির মাংস রান্না হয়েছিল। ফিরে এসে সেই মাংস খাবেন ভেবে তিনি বাড়ির বাইরে কাজে যান। কিন্তু বাড়ি ফিরে এসে দেখেন যে, তার বাবা সব মাংস খেয়ে সাফ করে দিয়েছেন। এ নিয়ে শিবরামের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় তার বাবার।

কিন্তু দু’জনের সেই অশান্তি বৃদ্ধি পেয়ে হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। হাতের কাছে কাঠের মুগুর থাকায় রাগের বশে ছেলেকে সেই মুগুর দিয়ে মারতে শুরু করেন শিবরামের বাবা। বাবার হাতে মার খেয়েই মৃত্যু হয় শিবরামের।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সঙ্গে সঙ্গে শিবরামের বাবাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, এই ঘটনার তদন্ত শুরু করেছে তারা। অভিযুক্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলে আশ্বাস দিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

সূত্র: আনন্দবাজার