
মেহেদী হাসান, রাজবাড়ী
রাজবাড়ীতে অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দেলোয়ার হোসেন খান (৫২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা ডিবি পুলিশ সদস্যরা।
গ্রেপ্তার দেলোয়ার বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার পূর্ব দেহেরগতি গ্রামের মৃত আব্দুল রশিদ খানের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদে তারা জানতে পারেন বৃহস্পতিবার (৩০ মার্চ) রাতে সদর উপজেলার কল্যানপুর বাজারস্থ মেসার্স এইচ কে ট্রেডিং এন্ড কোং এর সামনে পাকা রাস্তার উপর এক মাদক ব্যবসায়ী মাদকের একটি বড় চালান নিয়ে অবস্থান করছে। এমন ধরনের সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি অভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দেলোয়ার নামে এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করে।
জব্দকৃত ইয়াবা ট্যাবলেট এর আনুমানিক মূল্য ৩ লাখ টাকা।
জেলা গোয়েন্দা পুলিশ ডিবির পরিদর্শক মনিরুজ্জামান খান বলেন, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা হয়েছে।
সাম্প্রতিক বাংলা-ডট
মেহেদী হাসান, রাজবাড়ী 















