
প্রতিনিধি রাজবাড়ী
রাজবাড়ীতে তরমুজসদৃশ প্যাকেট বানিয়ে অভিনব কায়দায় ৪ কেজি গাঁজা পাচারের সময় মামুন মিয়া (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা ডিবি পুলিশ সদস্যরা।
গ্রেপ্তারকৃত মামুন কুমিল্লার দেবিদ্বার উপজেলার জয়পুর গ্রামের কবির মিয়ার ছেলে।
শনিবার (১৮ মার্চ) সকাল ১১টার দিকে জেলা সদরের বসন্তপুর রেল ক্রসিং এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে বাসে তল্লাশির সময় তাকে গ্রেপ্তার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশ ডিবি (ওসি) মো. মনিরুজ্জামান খান বলেন, রাজবাড়ী সদরের বসন্তপুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করছিলেন তারা। এ সময় ফরিদপুরের ভাঙা থেকে-রাজবাড়ীগামী সততা পরিবহনের একটি বাস তল্লাশি চলাকালীন এক যাত্রীর হাতে তরমুজসদৃশ একটি প্যাকেট দেখা যায়। পুলিশের সন্দেহ হলে তাকে গ্রেপ্তার করে প্যাকেটটি খুলে দেখা যায় তরমুজসদৃশ প্যাকেটটির মধ্যে ৪ কেজি গাঁজা। গাঁজার চালানটি কুমিল্লা থেকে মানিকগঞ্জের পাটুরিয়ায় নিয়ে যাওয়া হচ্ছিল।
মাদক কারবারি মামুন মিয়ার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।
সাম্প্রতিক বাংলা-ডট
প্রতিনিধি রাজবাড়ী 















