
মোর্শেদ মামুন, প্রতিনিধি ইবি
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) রোভার স্কাউট গ্রুপের সহচর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ মার্চ) দুপুর পৌনে দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের ৪২৭ নম্বর কক্ষে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করেন। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা।
পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন ইবি রোভার স্কাউট গ্রুপের আরএসএল (রোভার স্কাউট লিডার) অধ্যাপক ড. কামরুল হাসান। পরীক্ষা পর্যবেক্ষণ করেন সংগঠনটির ইউনিট কাউন্সিলের সভাপতি মুসা হাসেমী ও সাধারণ সম্পাদক এস এ এইচ ওয়ালিউল্লাহ সহ কাউন্সিলের অন্য সদস্যরা।
অধ্যাপক ড. কামরুল হাসান বলেন, স্কাউট আন্দোলনে যুক্ত হওয়ার প্রাথমিক বাছাই আজ সম্পন্ন হলো। আমি আশাবাদী শিক্ষার্থীরা আমাদের সাথে যুক্ত হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্কাউটিং কার্যক্রমকে আরও বেশি গতিশীল করে তুলবে।
সাম্প্রতিক বাংলা-ডট
মোর্শেদ মামুন, প্রতিনিধি ইবি 















